সীমার বাহিরে বিচরণ অশান্ত সমাজ!
ব্যতিরেকে একগ্রতা, কমজোর রোজা-নামাজ।
আপন বলয়ে হোক বসতি সবিনয়
সীমা লঙ্ঘনে ব্যাহত শান্তি, ভ্রমিয়া অভিনয়।
নিয়ম ভাঙ্গার অনিয়ম ছড়ায় দাঙ্গা
বড়ই বেমানান পোশাকি বাহার যেথায় সর্ব নাঙ্গা।
নির্বোধ হাসিতে আসন্ন আপন নিয়তি
কর্মের পুরস্কার স্বীয় হাতে, কপাল চাপড়ে বৃথা ভক্তি।


দুরন্ত ঘোড়ার পিঠে চলে সভ্যতার আলো
অতি অধুনা সমীর সলিলে, সুনামি কেবল জমকালো।
মেকি সাজ সজ্জার জৌলুসে আক্রান্ত মানবতা
সত্যের পিঠে মিথ্যার প্রলেপ নির্বাক সুশীল জনতা।
কে জ্বালবে আঁধার ভেদি আলোক মশাল
লাল পানির মোহে বধির আগন্তুক বেহুঁশ টালমাটাল।
_______________® আবু কওছর