স্বপ্ন বুনে মন গহীনে তপ্ত আবেশ মাখা
স্বপ্ন যদি মধুর হয় যায়না ভুলে থাকা।
উড়ছে পাখি অসীম নীলে স্বপ্ন ডানা মেলে
মাছ-রাঙ্গাটা মরছে ধুকে স্বপ্ন দেখে ঝিলে।
শান্ত কোকিল শোক বসন্তে গলা ফাটায় গানে
পত্র ঝরা অলস বিকেল স্বপ্ন দেখায় প্রাণে।
উড়ছে পালক উড়ছে শিমুল দূরন্ত উল্কার বেশে
চোখের তারায় স্বপ্ন আঁকে হীরক রাজার দেশে।
চাতক ডাকে পানির আশে ক্লান্তি বিহীন গানে
তৃঞ্চা মেটায় মন-আনন্দে যেন ভাটার টানে।
স্বপ্ন সাজায় গাঁয়ের কৃষান সোনার ফসল ঘিরে
স্বপ্ন ভাঙ্গার ছোবল হানে কাল বৈশাখী ঝড়ে।
স্বপ্নে আসে প্রাণের দোসর জাগরনে দেয় ফাকি
শত জনমের সাধনা বিফল স্বপ্ন কোথায় রাখি।
------------------
০৩-০৫-২০১৮খ্রীঃ
দাওরাই