পা ধুয়ে দেয়া জল বিন্দুকে
কোন এক নির্বোধ বালকের প্রশ্ন
পাপের বেসাতি পদ যুগল স্নাত করে
কি সুখ পাও বলো?
অবধারিত নিয়মে কেবলই জল ঝাপটা
পঙ্কিল কালিমা না মুছায়ে চলো।


শুধালো শিশির,
অপত্য সম, তাইতো বুঝ না কিছু,
সাম্যের তরে জন্ম আমার
চলি তামাম জাহানের পিছু।
সৃষ্টি বিনাশ সকল অধিকার
বক্ষে করিয়া ধারণ,
সুখের লাগিয়া মরিয়া যাহারা
আপনি মাগিয়া প্লাবন।
তুফান-সাইক্লোন, সুনামী-জলোচ্ছ্বাস
দাবানল, অনাবৃষ্টি-খরা,
পুঁজির তৃঞ্চায় আশরাফুল মাখলুক
প্রতিনিয়ত নাড়ে কড়া।