তপ্ত রোদে সিক্ত ঘামে, সূর্য নামায় পাটে
উষর ভূমি ঋদ্ধ করে, সোনা ফলায় মাঠে।
ঝলসে উঠে যাদুর কাঠি, কাদা মাখা হাতে
মহান শিল্পী কৃষক আমায় বাঁচিয়ে রাখে ভাতে।
লাঙ্গল কাঁধে রোজ সকালে ছুটে মাঠের পানে
আপন মনে জমি চষে মিষ্টি মধুর গানে।
ক্লান্তি বিহীন শান্ত মনে স্বপ্ন বুনে আশার
পরের তরে জীবন বাজি শান্তি সুখে বাঁচার।
রৌদ্র তাপে পুড়ায় তনু ঘামে জলে ভিজে      
পাকা ধানের গন্ধ মেখে কষ্ট ভুলে নিজে।