পাপের পৃষ্টপোষকতা
আর আত্ন অহমিকায়
তিলে তিলে বেড়ে উঠা
আজ আমি এক মানুষ,
পৃথিবীর পাঠশালায় মুক্ত বিহঙ্গ
ছুটে চলি দিক-বিদিক।
দেহমনে সক্রমিত বিষ
শিরা উপশিরায় বহবান
পাপের লাল তিলক রক্ত
কোন সমস্যা নেই তাতে
আমিতো রক্ত মাংসের এক মানুষ।
জন্মেই চোখ মেলে দেখেছি
বিবেকের নির্লজ্জ বলি
অহরহ প্রত্যক্ষ করেছি
আধুনিকতার নামে দ্বিধাহীন
প্রগতির ভয়ংকর খেলা।
হেরে গেছি নিজের কাছে
হেরে গেছি  উদারতার কাছে,
হে পৃথিবী একটু জায়গা দাও
আমি মিশে যেতে চাই তোমার
সুদীর্ঘ নীলিমায়। ..........................