হাজার পথের ব্যস্ত ভিড়ে
আসল পথটি নাই,
এলোমেলো জেব্রা ক্রসিং
শান্তি কোথায় পাই।


জগত ভরা অগন মানুষ
কার কাছে যে যাই,
চারিদিকে মানুষ ফানুস
চলছে খেলা ভাই।


সারা দিনের কাজের ফলক
নিচ্ছে লুটে লুটতরাজ,
বিধবা মার হাতের কাঁকন
মেকি আইনে ভাঙ সমাজ।


সত্য মিথ্যার নগ্ন খেলায়
দোলছে বিবেক আঁধারে,
কোন আলোকের রংমহলে
মূল্যবোধ আজ পাতারে।


আইন প্রণেতার অস্থির কলম
চলছে তবু কাঁপছে না,
সরষের ভিতর ভুতের বাসর
কোন ফাঁকে যে ঢুকে তা?


স্বপ্নালোকের মৌন আলয়
ঝলসে উঠে মধ্যরাত,
সময় কাঁদে বালিশ ভিজে
ব্যর্থ সকল প্রতিবাদ।


নীলাকাশের অসীম নীলে
মেঘ বলাকার আর্তনাদ,
বৃষ্টি ফুটায় বাধ মানে না
নীরব ঝরে সকল সাধ।


কথায় ফাঁকে কথার মেলা
জম জহুরী চোখ খাঁটি,
ডাক পিয়নের ডাক আসে না
এই উজান এই ভাটি।