আলোকের পিছু নিয়ে, আধারের ক্লান্তি,
অবিরাম ছুঁটে চলা, বিনিময় ভ্রান্তি।
প্রকৃতির মহিমায়, দিনের শেষে সন্ধ্যা
আলো-আধার সর্বদা, দু'মেরু বাসিন্দা।
আকাশের নীলিমায়, মেঘ রোদ মেলা
এই আলো এই কালো, কানামাছি খেলা।
দূর ডাকে কাছে আয়, কাছ থেকে দূরে
শন্ শন্ বায়ূ বয়, জল কণা উড়ে।


সুখ ডাকে মৃদু স্বরে, দুখ বাহুডোরে
সুখ-দুখ পাশাপাশি, বাস এক ঘরে।
কেউ ধরে সুখ পাখি, কেউ হেলা করে
কেউ দেখি সুখ আশে, পিছে পিছে ঘুরে।
রাত ছুঁটে দিন পানে, স্পষ্ট নীলাকাশ
পরস্পর মিলেমিশে, থাকে বারোমাস।