মন যেন এক ময়ূরপঙ্খী
উড়াল দিতে চায়,
দূর আকাশের শুভ্র নীলে
কোন অসীম ঠিকানায়।


মাঝ গগনে তারার সাথে
কইবো কথা অল্প,
মেঘের আসন খসে খসে
বৃষ্টি ঝরার গল্প।


ছায়াপথের পাহাড় বেয়ে
দেখবো সরল পথ,
ধূমকেতুর ক্ষিপ্র তালে
চড়বো আলোর রথ।


চাঁদের আলোয় স্নানটি সেরে
আসবো যবে ফিরে,
হিংসা-নিন্দা সব ভেদাভেদ
থাকবেনা আর ঘিরে।