সময়ের শেষ মোহনায় দাঁড়িয়ে
ভালবাসার আকুতি কেবল তীব্র হতে থাকে,
প্রগতির বিশাল বক্ষে শেষ পেরেক ঠুকে
অনাকাঙ্ক্ষিত উপহার বৃদ্ধাশ্রম চারপাশ ঘিরে রাখে।


জগত সংসার নাট্য মঞ্চ সৃজন ভালবাসার তরে
বেলা শেষে অস্ত যায় সূর্য, আসলে কি তাই?
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কেবল আড়ালে লুকোয়
রোজ প্রাতে আবার প্রাণোচ্ছল হাসিতে রাঙ্গায়।


প্রতীক্ষিত আকাঙ্ক্ষায় আহত হৃদয়
শুকিয়ে যায় অশ্রু ঝরা নদের সমান্তরাল দু তীর,
অনাগত শেষ বিকেলের অপেক্ষায় সময় গড়ায়
ধু ধু বালুচর মরীচিকায় মিছে খুঁজে আপন নীড়।


স্বপ্নের আলপনা ঘেরা পাঁচিলের বুকে অদৃশ্য ছায়া
ধীর পায়ে গড়ায় কালের স্রোত জৌলুস হারা শক্তি,
পালাবার পথ রুদ্ধ করে ঘিরে রাখে ফেলে আসা স্মৃতি
অক্ষি পটে বারে বারে ফিরে আসে ভালবাসার আকুতি।


__________আবু কওছর