কখনো গ্রীষ্মের রুদ্র অনুতে সৃষ্টি,
আবার কখনো শীতের স্তব্ধ;
কখনো কোলাহল তুমি।
জীবন কি কেবল স্মৃতি মাএ?
নির্ঘুম রাএী যাপনের ন্যায় তীব্র নেশায়,
কষ্ট গুলো পঙ্খীরাজ হয়ে উড়ে বেরায়।
আশাহীন নিষ্ঠুর সে মানব কি দেখা দেয়?
কেঁদে ছিলে চিৎকার করে বলেছিলে আসহায়,
রুপালী বৈকালে এক ঘেয়ামী সন্ধা বেলায়।
দিনে দিনে বদলে ফেলো নিজের মন,
নিজ স্বার্থে সরিয়ে দাও, দুঃখ-কষ্টের নিঃশব্দ ঝংকার।
প্রভাতে আনাগোনায় স্বপ্নবোনা হবে স্বপ্নকলি,
বিশুদ্ধু ভাবনায় ভাবো, তুমি? তোমারই তুমি।
তোমার ছিলনা জানা সে পথে যেতো মানা,
এমন ভাবনার নিরুদ্দেশ কখনো ভেবোনা।
গোন প্রহর, হৃদয় আয়নায় দেখ অজানা শহর!
আজকাল এ শহর স্মৃতির বন্দর ঘুরে,
এসেছে তোমার বন্ধু স্বপ্নের প্রতিশ্রুতি নিয়ে।
বন্ধু আমায় যদি রাখো হৃদয় মেঘমালায়,
হীরামন মাছরাঙ্গার বন্ধুত্ব হবে অবিরল।
যাবোনা ঝরে কোন এক পূর্নিমার মধ্য রাতে,
এই বিশ্ব নিখিলে প্রথম তুমি প্রভাত শুভ্রমেঘে।
কখনো গ্রীষ্মের রুদ্র অনুতে সৃষ্টি,
আবার কখনো শীতের স্তব্ধ;
কখনে কোলাহল তুমি।