আমরা কবি ভোরের পাখি
সবে এক সুরে গাই গান,
আমাদের মাঝে হতে পারে না
কোন রাগ, ঘৃণা, অভিমান।
আমরাতো আলোর কান্ডারি
তরুণের আশার বাতিঘর,
কেন তবে আজ অযথাই
সহদরকে ভাবি অতি পর!
নিজেদের মাঝে আমরা যদি
করি শুধু ঘাত প্রতিঘাত,
কে তবে বজ্রকণ্ঠ হবে? সরাতে
সমাজের হানাহানি সংঘাত।
আমরা হবো সত্যের ধারক
মিথ্যার কাছে নয় নতশীর,
ঝড়, ঝঞ্ঝা আসুক গর্জিব
আমরা যে বিশ্বে কলমবীর।
ওহে কবি ভাই এসো সবে
গলাগলি ধরে মিলি আজ,
জঞ্জাল মুক্ত সমাজের লাগি
যাবো বহুদূর, রয়েছে বহুকাজ।