সোনারং আলো নিত্য ভোরে, গলে জানালার ফাঁক;
রাতের শান্তির ঘুম শেষে, রাঙ্গা চোখ, মুখ, নাক।
কাননে কাননে ফুল ফোটে, পাখির গুঞ্জন শুনি,
ঝিকমিক উজ্বল আমার স্বপ্নিল হৃদয়খানি।
সুখের আশায় করি আমি প্রতিদিন কত কাজ!
পেতে যে আমায় হবেই ঐ সফলতার রাজ তাজ।
কি করছি? কিভাবে ছুটছি? দেখার যে নেই কাল,
মনেই আসে না এ জীবনটা ছিড়ে যাবে মায়াজাল।
মিছে সুখের আশে ছুটছি জীবন বিনাশ করি,
সত্য মিথ্যার বিভেদ নেই দেখছি না যবে মরি।
মহাদিবসের সুখ ছাড়ি, কোন নেশায় বিভোর?
মরলে তো মাটিতে মিশবে, আমার হাড় পিঞ্জর।
কত যে পাপ পড়েছে জমা! কত যে করেছি ভুল!
আছে কি কেউ এমন পাপী? এ বান্দার সমতুল।
জীবনের এ পড়ন্ত বেলা একটি কথাই বলি,
দয়া করো ওহে প্রভু যেন তোমার পথেই চলি।
পুড়নো দিনের যত পাপ ধুয়ে মুছে হোক সাফ,
দূষিত এই চিত্তকে প্রভু দয়া করে দিও মাফ।