হে যুবক শোনো! কোথায় চলছো তুমি?
তুমি বিনে এ ধরা আজ শূন্য মরুভূমি।
ভূলেছো কি তোমার তারুণ্যদীপ্ত গৌরবোজ্জ্বল পদচারণা?
শোনোনা কি বঞ্চিত, দুঃখিত হিয়ার মর্মবেদনা?
তোমার দূঢ় কণ্ঠ কি গাবে না জীবনের জয়গান?
ফিরিয়ে আনবেনা কি লাঞ্চিত মানুষের সম্মান?
অন্যায়, জুলুমে তোমার কণ্ঠে হবেনা কি বজ্রধ্বনি?
অসুরের হৃদে কম্পন সম তারুণ্যের জয়ধ্বনি।
ধর্ষিতা নারীর আর্তচিৎকার শুনিবে আর কত?
ভেঙ্গে ফেলো সব দিয়ে হুঙ্কার অনাছিষ্টি যত।
আর কতকাল ঘুমে থাকবে, হবেনা কি রাত্রি ভোর?
জাগোরে আবার আনতে সুদিন কেটে এ মহা ঘোর।
যুবক তুমি, তোমাকে খোঁজে রোগাটে এ সমাজ,
বীরদর্পে আগুয়ান হও ফেলে যতসব সরম লাজ।
জগতের যত পাপ, তাপ, জরা, দুঃখ, ক্লেশ
তোমার বজ্রকঠিন হাতে করো গো নিঃশেষ।