একটি গাছের জম্ম যখন
হলো পৃথিবীতে
ঝড়,বৃষ্টি রোদ মাথায় নিয়ে
তবুও থাকে বেঁচে।


বড় হওয়ার মাঝে আর কত
থাকে কষ্ঠ ব্যাথা,
মানব - শরীরে ছাল তুলিয়ে দেয়
পশু খায় লতা পাতা।
কেউবা ভাঙ্গে ডাল পালা আর
ভাঙ্গে মাথার কূল,
গাছের ব্যাথা কেউ বোঝেনা
জানেনা তাদের ভুল।


অনেক কষ্ঠ বড় হইল যখন
ফল দিবার বিলম্বের ত্বরে
সইতে পারে না সে টুকু সময়,
ধংশ করে দেয় অবশেষে।


এটাই যদি হত আমাদের জীবন
কর তোমারা তাদের যতন
শেষ করিয়ে দিওনা তোমরা,
জাগো গাছের মতন।