ভালােবাসার মানুষ আমি
কেটেছে কত বেলা,
সােনালি বিকাল গড়িয়ে চলে
হয়নি কিছুই বলা।


ফুলবাগানে ফুল ফোটে কত
হাজারাে পাখির মেলা
দেশ থেকে তাদের তাড়িয়ে দিওনা
করোনা অবহেলা।


দিন হারিয়ে যায়, সন্ধ‌্যা নামে
মনে জাগে কত কথা,
কিছু সময় খুব কষ্টে কাটে
মনে লাগে যখন ব্যাথা।


ব্যাথায় ভরা আঘাত নিয়ে
তবুও কল্পনায় আঁকি অনেক ছবি,
নিরবে বসিয়ে, বুক ভাসিয়ে
কেঁদে ভিজে মাের আঁখি।


দখিনা হাওয়ায় লাগিয়ে যখন
সময় করছি পাড়।
হৃদয় পটে এখন নেই কোন ছবি,
শুধুই হারিয়ে যাবার।