আমার হৃদয় যদি হতাে আকাশ ছোয়ার মাঝে
বাতাসে গাঁ ভাসিয়ে দিতাম,
দিতাম ছলনার ত্বরে।


শীতের দিনে খোলা মাঠে যখন
রসে ভরা খেজুর গাছে,
সকল মানুষ ভীর করিত
শীতের কুয়াশায় বসিয়ে থাকিত
কাথা,চাঁদর জড়িয়ে।


গ্রীষ্মের দুপুরে ভরা বনের মাঝে যখন
যাইতাম একা পথে,
কুকিলের ডাক শোনা যাইত তখন,
হৃদয়ের মাঝে সে ধ্বনি বাজে।


বর্ষার দিনে থৈ থৈ পানি
মাছেদের আনাগোনা,
মাঝিমাল্লারা গান করিত
জাইত গ্রামে শোনা।


বসন্তের দিনে  ফুলে ফুলে যখন
মৌমাছি করে খেলা
কত যে ভালাে লাগ তখন
দেখে দেখে যাইত বেলা।
এভাবেই সময় হারিয়ে চলে যায়
আমায় একা ফেলে,
হৃদয়ে সব শুর থামিয়ে রয়
আমাকে কাঁদিয়ে।