অর্ধ চন্দ্রিমা রাতে,
আজ আমি মক্কার পথে,
আল্লাহর সাথে সাক্ষাৎ হবে,
প্রভুর নূরে হৃদয় জ্বলে।

পথের ধূলায় লুটাই আমি,
অশ্রু ঝরে চুপে চুপে, হে রব!
দয়ার সাগর তুমি,
নেও না আমায় ভুলের স্তূপে।

কাবার ছায়ায় নত দেহ,
বুকের মাঝে শোকের ঢেউ,
পাপের বোঝা ভারী বড্ড,
তবু তুমি পরম দয়ালু।

শয়তান আমায় টানছে পিছে,
দুনিয়ার মায়ায় হারিয়ে যাই,
তবু তোমার দয়ার ছোঁয়ায়,
আবার ফিরে তোমায় চাই।

হে মালিক! এই পথ যেন,
শেষ হয় তোমারই দোয়ার কোলে,
সাজদায় পড়ে কাঁদি রাতভর,
তোমার প্রেমের স্নেহের দোলে।

আজ আমি তোমারই পথে,
হারাবো সব অহংকার,
তুমি ছাড়া শূন্য আমি,
তুমিই আমার একমাত্র দ্বার।