এই যান্ত্রিক শহর তোমার আমার
পদচারণায় কত মুখর ছিল,
এই শহর এখন নিস্তব্ধ নীরব
কোলাহল শূন্য।


আবার চলতে শুরু করেছি
একলা পথে,
তোমায় নিয়ে যত অনুভূতি
সব থেমেছে।


তোমাকে ছাড়া ক্লান্ত আমি
এই পথে তোমার আমার কত স্মৃতি,
একই পথে আজ আমি একা
দাঁড়িয়েছি শূন্য এক আমি।


এ শহর তোমার অপেক্ষায়
তোমার রঙে সাজবে বলে
তুমি আবার ফিরে এসো
শহরের রঙ ফিরিয়ে দাও