কেমনে হায় জানিল সে,
আমারে ধরেছে তার দারুন বীরহ বিষে,
তাই কি আহাজারি করে, গুমরে কেঁদে মরে, আমার পাতার ঘরের দেউড়ী ঝাপ ॥
তুমি পা রাখনি,
কভূ মাড়াওনি পারাওনি.
কত ভাল হয়েছে যে পার হয়ে ছেড়ে আসনি,
ওরে তোমার অপার সুখ সম্ভার, বেশী সুখের আশায় মোরে ভালবাসনি,
কোনমতে পেরেছি আমি পার হতে, সহনের আর আপনারে শাসনের সেই সে দুরুহ ধাপ ॥
যদিও ভেংগেছে বুক তবু বাড়িনি,
ঠকেছি জেনেশুনে তবুতো আমি হারিনি,
নাহয় নিজেরে আমি, সুখ এনে দিতে পারিনি,
সেইতো র্গব আমার তবুযে আমি তোমার সুখ কাড়িনি,
হায় কি হতো শেষে, যদিগো তোমার ভাংতো কপাল,
সে ক্ষতি তোমার, আর সে অপার কষ্ট আমার, কে দিত সামাল,
কে নিত সেই দায়, কে ধরিত দুটি জীবনের হাল, আর কে বহিত ভার ঐ এক পাহাড় অভিশাপ ॥
করিনি আমি কারো মান কিবা শান্তি হরন,
আমার হাতে হয়নি তোমার, কোন স্বপ্ন আশার মরন,
এ মনের ঘরে, পাতানো ছিল যার ওরে, অদেখা এক সোনার সিংহাসন,
অবশেষে, অন্য রাজার রানী সেজে, সে যে এখন,
আলো ঝলমলে, এক রাজমহলে, সারাক্ষণ করিছে বিচড়ন,
আছে ইতো জীবনের সুখ দুখ জয় পরাজয়,
তাতে হায় কার কি আসে যায়, কে তার খবর লয়,
হলেও হয়েছে নাহয়, সহিতে সে বেদনা, আমার অনেক কষ্ট যাতনা কিবা শোক পরিতাপ ॥
সাধ্য কি ছিল আমার,
দস্যুর মত হাত বাড়াবার,
তোমার কিবা, তোমার বাবামার,
এক ভাগ্যাহত ভিখারীর মত সামনে এসে দাড়াবার,
কিছুই পারিনি আমি করিতে তার তাইতো আমার হয়েছে হার,
জানি সে কারনে এক মস্ত বড় অপরাধী আসামী আমি ইতো হয়েছি তার.
যদিগো তাতে অপমান কোন হয়েই থাকে তোমার সে অপার গোপন ভালবাসার,
আমিযে দেইনি বাধা আর, হইনি তোমার সুখের পখের কাঁটা, কই মোর সেই উপহার,
রাখিতে আমার, তোমাকে চাওয়ার, তব বাবামার কাছে সে অযোগ্য আবদার, দাবী কিবা অনূরোধ চাপ ॥
যা ছিল কপালে সেইতো ভালো,
গোপনে মোরে নাহয় পূড়ে ছাই করালো,
কত বদনাম আর, আহা আমার দাম কমালো,
রটালো ছাড়ালো আমার নাম জড়ালো গায় ভরালো,
আমারতো আর সেই বন্ধু নেই,
যার কাছে গিয়ে বলো সুখ পাই, আমার এ অপার বেদনার আমি কারে ভাগ দেই,
যদিও মম মরমে বিচড়ে,
করজোড়ে বলি তব কাছে মিনতি করে,
নাই মোর কোন অভিযোগ, তাইতো করি নাই প্রতিবাদ,
তুমি ওরে, তবু যেন দিওনা মোরে, সে দোষে ক্ষোভে, কিবা রোশে আর কোন অপবাদ,
মাঝখানে সিন্ধু বয়ে যায়,
দুই পারে দুইজন, ফাঁদে পড়ে যেন দুজনই কাঁদে বেদনায়,
এখনও তবু আমার বোঁকা মন, তুমিযে আমার বলে জানিনা সে কোন আশায়,
হায়, কে দিবে মলম তার পোড়া ঘায়, কে করিবে তার ঐ দুঃক্ষবেদনা আর আশানিরাশার পরিমাপ ॥
মোর এ আরজি ও বারতা,
পার যদি মোর ঐ দীনতা ও অক্ষমতা,
শুধু সাধ ও বাসনা দিয়ে যায় কিগো সুখের দোলনা পাতা,
আমি সেই অভাজন, যার ছিল সাধ সাধনা ও মন, ছিলনা আমার পদতলে মাটি আর মাথার উপড়ে ছাতা,
সবায় কি হায়, বলো সবকিছু পায়, ছিন্নযে ছিল মোর নিয়তির সে কালো খাতা,                                              
তাইতো পারিনি কারেও কহিতে, যে ব্যাথা মোরে হয়েছে নিরবে সহিতে, নত করে দিয়েছে মোর মাথা,
আমার সে কথা হয়নি বলা ছিল যেথা ভরা র্ব্যাথতা, কে জানিত এত র্নিমম জটিল চাওয়া পাওয়ার র্খগখাপ ॥
শত সাধনায়ও হয়না সাধন,
ওগো কিহবে দিয়ে, শুধু আকূল মন,
না থাকিলে ঢের সাধ্য সার্মথ্য ও আয় উর্পাজন,
আমিযে হয়েছি বঞ্চিত ও পরাজিত সেইতো ছিল তার আসল কারন,
যদিও কভূ তেমন কিছু মনে পড়ে,
আমার অক্ষমতার সে কথা মরমের বিচারে ধরে,
কোন অভিযোগ আর না রেখে জমা তব মনের ঘরে,
বানিয়ে সাগর তব সে হৃদয় নদী, কভূ আর দেখা নাহয় যদি, ওগো দিও মোরে দয়া করে চীরতরে মাফ ॥
নষ্ট সময়ের কষ্ট ভরা,
অদেখা অনেক অশ্রু ঝড়া,
গহীন মরমে আধমরা সে যাতনা গোপনে আকূল করা,
কেন তবু সে নীশি মোর,
আজ ওতো ওরে কেন হয়নি ভোর,
সারা মোর ভূবন জুড়ে বিষের কালিমার ঘোর,
সে দিন নেশার ভূলে মম হেন বিষাদে তুমি বাধিলে জোড়,
হয়ত আজিকে ওরে সুখের তরে পালাতে পেতেনা তুমি খুঁজেও কোন দ্বোর,
আপন ভূবনে, আপনি গোপনে, স্বেচ্ছা র্নিবাসনে, জেনেশুনে আমি তাইতো সেজেছি চোর,
পালিয়ে বেড়াই, তবু কারেও কিছু আর বলি নাই, সেদিনের যেই নাবলা ভাবনা সাধ বাসনা মোরে করিত বিভোর,
লোকে তা বুঝিবে কেমনে, আহা কালের নিস্পেষনে, যা হয়েছে আজিকে গোপনে র্নিমম এক নিরব করুন বিলাপ ॥