আমাকে ঝাপটে ধরে,
চমকিত বিমোহিত পুলকিত ব্যাথিত করে,
আমাকে দেখায় কত কথা বলে, লুকিয়ে থাকা মোর তৃষিত তৃতীয় নয়ন ॥
কখনও ছবি আঁকি,
কাগজ কলম হাতে লয়ে টেবিলে রাখি,
তার চরনে মাথা থুয়ে লেখা যখন শেষ হয়না রয় বাকী,
অবাক চোথে চুপচাপ আমি দূড় গগনে সবুজের অন্বেষনে চেয়ে থাকি,
মম পঞ্চ হৃদয় প্রসন্ন হয় ভরে তা করে দরশন,  সে এক সচেতন সম্মোহন ॥
জানি সে অতী কাছে,
ভিতরে বাহিরে দূড়ে ও সামনে পাছে,
এই আছে এই নাই, মরনের নামে ভিনদেশে অন্যধামে পলকে পলায়ন ॥
দেখতে কেমন কে সে,
কোথায় থাকে কোথা চলে যায় কেমনে আসে,
ক্ষিপ্ত বিরক্ত পুলকিত উওেজিত হয় কথা নাহি কয় তবে হরষে হাসে,
অদৃশ্যমান মহিম ও মহান, রাহিম ও রাহমান এ জীবন ও মরনের মালিক মহাজন ॥
সবকিছু হারাবে যখন হবে নিলাম,
ওজন ও হিসাবের পরে পাবে সব দানের প্রতিদান, সব মনন বচন ও কাজের দাম,
আসা যাওয়া,
হারিয়ে যাওয়া পাওয়া না পাওয়া,
দুদিনের এ ছোট্ট জীবন মানে, লাভে লোকসানে, বানিজ্য বসতি সফর ও ভ্রমন ॥
কত কান্না হাসি,
লোভ মোহ মায়া ভালবাসা স্বপ্ন আশা জড়ায় আসি,
কত পেরেসানি তাড়না অনটন ভাবনা আপদ ঝামেলা রাশিরাশি,
তার মাঝে নিত্য সকাল সাঝে শত কাজের সনে মিশে গোপনে ভোগ বিনোদন ॥
অতী অল্প কিছুদিন,
জানকি তোমার, রাজার খাতায় লেখা আছে কত ঋন,
এসে এই দেশে,
ভূলে গেছে সবকিছু অবশেষে,
কেজানে কবে কোথা হতে কি কারন হয়েছিল অভিবাসন ॥
মরন মানে,
সেতো সবাই জানে,
শূন্য হাতে,
কোন এক অজানা আঁধার রাতে,
সাদা কাপড় পরে,
অদেখা এক হাওয়াই গাড়ীতে চড়ে,
খাটিয়ায় শুয়ে অসার অচেতন ঘূমিয়ে পড়শীর কাঁধে করে,
আর আসিবেনা সব ছিড়ে ও ছেড়ে যেতে হবে ফিরে বহুদূরে চীরতরে,
ঐ হেথা রয়েছে যেথা শাস্তি পূরস্কার, একদা হয়েছিল যাত্রা শুরু, তপ্ত মরু ফুলেফলে ভরা বন, এ ভবে আগমন ॥
ভ্রমন ভিসার মেয়াদ যখন হবে শেষ,
কোনটা মুসাফিরখানা আর কোনটা আপন দেশ,
চোখের পলক অনূভবে চেতনায় অজানায় এক নিমেষ,
কানার কেমনে হবে জানা, কাটিবে ভূল আর যাদুর নেশার রেশ,
হে মুসাফির, যত বড় বিদ্যান টাকার কুমির, কাজগুলি হোক বা না হোক তব সমাপন ॥
যতই বলো আমার আমার,


১৬
আসলে কিছুই তার নয় তোমার,
সে যাই বলো মরন কিবা ভিনদেশে ভ্রমন,
চীর সত্য গুলি তুমি রইলে ভূলি কেন তা হয়না স্বরন,
ওরে মন, কেন এমন ভোগেতে মও বিভোর হেন অসার অচেতন,  
একদিন হবে মরন, অপরাধি আসামী হয়ে, হিসাবের খাতাটা লয়ে জীবনের মালিকের কাছে করিতে হবে গমন ॥
যদিও বুঝি ও জানি,
কিছু তার অবহেলা কিছুটা মানি,
মেতে মজার খেলায়,
হেরিবে সবে সন্ধা বেলায়,
লয়ে হার যে যার মত দেখি চলে যায়,
কেউ কারো ভাগ নিতে চায়না মিথ্যা মন্দ কিবা কোন অপরাধের দায়,
আজব এ মেলায়,
নিরবে সবে আসে আর যায়,
কেউ কিছু পায়, কেউবা সবই হারায়,
দেখো বসে হিসাব কষে মন, লাভক্ষতির এ ব্যাবসায়,
এ কেমন কিসের আয়োজন, কই সঞ্চয় সম্বল বিত্তধন, কি হলো তোমার মন, জানা দরকার সাধন ও আহরন ॥
ছুটোছুটি লুটোপুটি মজার খেলা,
কি বলে মনটা, আর কত অবহেলা,
পড়ন্ত বিকেল সারাদিন গেল, আর বেশী নাই বেলা,
তব বহু ঋন যদি শোন একদিন, হঠাৎ যখন ভাংগে তূষার প্রাসাদ রঙের মেলা,
ঐ ঘন্টা বাজে,
যে যেথায় থাকো যেই কাজে,
এক দন্ড নাই দেরী, বিলম্ব কি আর সাজে,
রয়েছে দাড়িয়ে রেখেছে ঘেরী, লহ তড়িঘড়ি, রাজ প্রহরী লয়ে এসেছে সমন ॥