খাতা মেলে কলম রেখে,
মশার দলের নাঁচন দেখে,
যখন আর না পারি শেষে, লেখা ফেলে মশা মারি ॥
রক্ত চোষা ক্ষুদ্র পতংগ,
করে ধ্যান হরণ ও গবেষন ভংগ,
যদিও নাই হাত,
দিতে পারে চপেটাঘাত,
নাই যেন কোন তফাৎ দিন কিবা রাত,
কি ভীষন জ্বালাতন উৎপাত, করে কত বাড়াবাড়ি ॥
নাগালে খুউব কমই পাই,
হেরে আসি যতই তেড়ে যাই,
এই দেখি এই নাই,
পলকে যেন যায় পালাই,
কখনও পারিনা, তবে আবার কখনও পারি ॥
আহারের  কি প্রানপণ চেষ্টা,
যেন তাদেরই দখলে গোটা এই দেশটা,
আর আমাদের এই বসত ঘরবাড়ী ॥
নেঁচে নেঁচে যায় লুকিয়ে,
কখনও চুপিসারে কখনওবা গান শুনিয়ে,
শুরটা ঢুকিয়ে, চুরি করে রক্ত চূষে খায়,
উড়ে নিমেষে ঘূরেঘূরে আসে আর দূরে চলে যায়,
এর ভেদ বুঝা ভার,
বুড়ো আংগুলটা যেন দেখিয়ে তার,
সৃষ্টির শ্রেষ্ঠ আর এত বড় সুঠাম দেহটার,
ক্ষুদ্র মশার কাছে মানূষের হয় পরাজয় কিবা হার,
কত চেষ্টা শতবার, তবু যেন বারবার আমিই যাই হারি ॥
তাই ইচ্ছে করে,
যাই চলে অন্য কোন ছোট শহরে,
নাহলে নিই আমার টেবিলের একটা মশারী গড়ে,
না ই যদি যাই ফেলে এই দোকানপাট বাসা কিবা চাকুরী ॥
বসে থেকে কষে মারি চড়,
ক্ষেপে গিয়ে কভূ গালেতে থাবর,
না একটাও মরে নাই, দেখি শেষে তারপর,
আহারে শোনাই কারে এ ব্যার্থতা পরাজয় আর দুঃখের জারি ॥
এত শক্তি কে দিল তার,
মানূষের রক্তই যদি হলো মজার খাবার,
মোর ভাবনার শেষটা,
তাদের ওতো আছে ক্ষুধা, পায় তেষ্টা,
তবে আর দোষ কি ক্ষুধার্ত মশার,
আহার করিতে এসে তবে কেন খাবে মার,
সেতো যোগার করিতে ই হবে তার নিজের খাবার,
নাহলে যাবে কোথায় খাবে কি, তবে কি রবে তারা অনাহার,
খাবার দিতে না পারি তাদেরে মারার কি দরকার, কোন সে অধিকার,
দিয়ে সামান্য ছাড়,
কারো প্রান বাঁচালে, না করে তা সংহার,
হয়ত মানূষ পেতেও পারে বিধাতার কোন সেরা পূরস্কার,
তবে কেন এমন নয়, যদি ধূয়া দিয়ে কিবা ভয় দেখিয়ে দিতে পারি তাদের তাড়িয়ে, না মেরে ছাড়ি ॥
করে সীমাহীন বিরক্ত,
তারপরে কেমন করে আর রহি তাদের ভক্ত,
তবু নিধন কিবা প্রান হরণ,
ভাল লাগেনা, সে ওতো মহা অপরাধ এক ধরন,
কিসের মানূষ তবে, মানূষের মূল জাত গুনগুলি না যদি হবে আহরণ,
পেতে মনিবের মন, জীবে প্রেম কিছুটা হলেওতো প্রয়োজন, যেজন যেভাবে যেখানে তা যেটুকু পারি ॥
বন্য মশার দল,
জানে কি নিপূন কৌশল,
হুল ফুটায়,
রক্ত চূষে খায়,
মানূষে টের নাহি পায়,
বিধাতার মহিমার প্রতিনিধি অবতার,
সৃষ্টির শ্রেষ্ঠ মানূষ তাই কিগো বুঝি তার,
খুনটুকুও মশার কাছে হয়ত অধিক মজাদার,  
মরে গেলেতো হবোই খাবার নিশ্চিত মাটির পোকাড়,
এখন নাহয় হলাম ইবা পছন্দের খাবার ছাড়পোকা ও মশার,
কি করা আর, হয় যদি কারো হেন বিবেকের হার, নাহয় আমারই হোক হার, আরও একবার আমিই গেলাম হারি ॥