কে আমি ওরে, আমি কে । জানিলে জবাব দে, কে আমি কে ॥
আমি বড়ই অধীর,
অ তুই না যদি হোস বধির,
হৃদয় আমার জানতে চায়,
তাড়না দেয় আমারে তাড়ায়,
চারিধারে দেখি লৌহ কপাটের,
মিথ্যা মন্দ আর মোহ ও ভূলের ঘের,
যদিরে শোনতে পাস মোর তৃষিত হুতাষ, তুই পারলে আমার, প্রশ্নের জবাব দে ॥
কোথা হতে তুই এলি,
জানলি না দেখলি না নয়ন মেলি,
এত আপন জন, এত ধন কেমনে পেলি,
কি কথা ছিল, কি অংগীকার, সবই কি তার ভূলে গেলি,
খাঁচার পাখী গেলে উড়ে,
অচিন দেশে পথ হারিয়ে অনেক দূরে,
নিমক হারাম, তার কিসের দাম, বিপরীত সব চিন্তাকাম, কিসের মানূষ সে নিজেরে আর মনিবেরে, আজও চিনলনা যে ॥
কে দিলো জীবন,
মানূষ রুপে করিল সৃজন,
দিলো এত সুখ ভোগ বিনোদন,
নেয়ামত দান এত অফুরান নাকি তা দাদন,
যার হাতে পূরস্কার সাজা, মহা রাজার রাজা ঐ মহাজন,
তুই কি বলতে পারিস, কি হবে উপায় যদি হারিস, কিবা তার নাম ধাম পরিচয় ঠিকানা হদিস, কে রে - সে ॥
কি তোমার ছিল কাজ,
জানিতে যদি চায় মালিক মহারাজ,
বলিতে কেন বাধে কিসের এত দ্বিধা ভয় লাজ,
কেন সবাই শুধু ধনের পাহাড় আর ভোগ বিলাসের মোহতাজ,
আবু হকে বলে, গাড়ীটা যদি ঠিক না চলে, শিরে পড়তেও পারে ভেংগে বাজ,
কেন এসেছিলে দুদিনের দুনিয়ায়, মরে গেলে যাবে কোথায়, কেন এত রঙ মাখা ঢঙ সাজ,
সারাক্ষন গবেষন ও সাধনা, টাকা ছাড়া আর কিছুনা, ঘূম আর খানা, পরিপাটি চূল আর পোষাকের ভাজ,  
গেলো সারাদিন,
মাথার উপর ভারী বোঝা ঋন,
কেনরে তবু দেখি যেন তুই নির্বিকার ভাবনাহীন,
হাতের কাজ ফেলি,
মেলায় গিয়ে মজে গেলি,
সব ভূলি সব হারালি মজার খেলা খেলি,
কাজ সেরে, নাহলে পড়বি ফেরে, যেতে হবে বাড়ী ফিরে বেলাবেলী,
আকাশ হতে পড়ছে ঝড়ে, সম্বল কিছু নে ভরে, তোর কাঁধের ঐ ঝুলিতে করে ॥
দিয়েছিলাম,
মানূষ তোর নাম,
ফেলে রেখে চুক্তি ও দাদনের কাম,
করলিনা ভেদ পাপপূন্য হলাল ও হারাম,
চক্ষু বুজে জেনে বুঝে ইচ্ছে করে কমালি তর দাম,
খালি খালি কোনপথে পা বাড়ালি, তুই হারালি দরদী সাম,
নাইরে কূল, অন্যায় অপরাধ ভূল আরও কত অগনিত কলংক বদনাম,
কিবা তোর দায়, আর কিবা চায় তোর কাছে বিধাতায়, জলদিরে তার খবর নে ॥
যদি বলেরে বিধি,
আমি করেছি সৃজন, ওহে মানূষগন, দুনিয়ায় তোরা আমার প্রতিনিধি,
মানূষ হবে গবেষক,
র্দাশনিক সুধী সুফী ও সাধক,
মানূষ কেমনে হয় বেঈমান আহাম্মক,
জিতে যাবি, সবই পাবি, হবেনা তাতে তোর ঠক,
আদায় কর হবে বড় দেনাপানার হিসাবখানা যার যা হক,
দিলাম শ্রেষ্ঠ হবার দাম, সামান্য কাম, ওরে তুইযে আমার বার্তাবাহক,
বলতে হবে, চলতে সবে, জেনেবুঝে শুনেদেখে, মোখে বলে কাগজেতে লেখে, এঁকে দিলাম পাপপূন্য আর সীমানার ছক,
বল চীরসত্য বাণী,
হবে ভাব হবে জানাজানি,
ধূয়ে যাবে দুঃক্ষ বিষাদ কষ্ট গ্লানী,
জাতের মান ঐ রশিখান বুকে ধর টানি,
পায়ের নীচে মাটি পাবে মাথার উপর ছানি,
ভক্তি মেখে মাথা রেখে পূঁজ, দেহমনে নূয়ে তার ঐ চরনখানি ছুয়ে ॥
আমি তোমার সেই প্রিয় গোলাম, আমি মানূষ,
সত্যি করে বলছি তবু, তুমি বিশ্বাস করছ না কেন প্রভূ, যদিও মাঝেমাঝে সব ভূলে হয়ে যাই রঙীন ফানুস,
বিশ্বাস কর কি করনা, আমি শুকর খাইনা, তবে ছাড়তে পারিনা, যূগের কাছেও হারিনা, খাই যেখানে যেটুকু পাই সুদঘূষ,
নাই বালাই ভেদ বিচার হালালহারাম পাপপূন্য ন্যায়অন্যায় কিবা হকনাহক,
কখনও কখনও হই চালবাজ ঠকবাজ ধোকাবাজ মিথ্যাবাদী ফাঁকিবাজ ও প্রতারক,
বেহায়া বেসরম বেলেহাজ,
পক্ষপাত যূলূমবাজ ও ত্রাসের রাজ,
করি টাকার বিনিময়ে মানূষ খুনের কাজ,
তাদের নাই কোন দ্বিধা ভয় লাজ,
ষোলআনা ঠিকঠাক বাহিরের সব সাজ,
ভাবি তবে পারিনা, কাল হতে করবনা আর যা করছি আজ,
কর্মহীন ঐ পথহারাদের কাজ দিতে ও পথ দেখাতে পারেনা কেন এ সমাজ,
তোমারই সৃজন মানূষ আমি,
হে মহাজন তুমিই করেছ সৃষ্টির সেরা ও দামী,
দাওনা প্রভূ, এমন কিছু যেন মন্দটারে খাঁচায় ভরে, মানূষ হয়ে ফিরে ঘরে এই সফরে, বাড়ী যেতে পারি নিতে ভাল কিছু কিনে ॥
আমি একজন মুসলমান,
দাও তার খতিয়ান, দেখাও প্রমান,
নাহলে পাবেনা কোন ছাড় আর সে সম্মান,
কই তোমার সেই পরিচয়, কি আছে তার দান অবদান,
ন্বিঃস্ব অসহায় নিরুপায় দীনজনের করেছ কবে কার কোন সেবা উপকার মংগল ও কল্যান,
জীবনটা ই স্বাধীনতার,
খোলা সব পথ জানালা দুয়ার,
ভাল কি মন্দ আলোময় কিবা অন্ধকার,
দিয়েছি বেধে বিধিবিধান, তবে বেড়া নেই তার,
ধারেনা কেউ ধার, ভাবেনা কি আছে আমার শাস্তি পূরস্কার,
সবই যেন হাতের মুঠোয় তার, আছে যার বেশী বল বাহু আর টাকার,
সবারই সব জানা তবু কেউ মানেনা মানা, করিছে বুঝি তাই এই ধারনা, তার কোন হিসেব নাই, যা ইচ্ছে যার,
মহাশক্তিমান ঐ মহান, ভিতরে বাহিরে প্রকাশে গোপনে সামনে পিছনে নিবরে সদা বিরাজমান, সাত আসমান ও অতল গহীনে॥  
এ জগত সংসার,
ষোলআনা মালিকানা যার,
বোঁকা মন, যতই বলিস আমার আমার,
আসলে আবু হকে বলে কিছুই তোর নয়রে তার,
সেতো শুধু দুদিনের ধার, আর তুমি এক নগন্য অধম ইজারাদার,
ভোগ দখলের ভার, বিভোর অচেতন অসার, কেমন গোলাম, তার কিবা দাম, যদি সে তার মালিকই নাহি চিনে ॥
রইলি কানা,
তৃতীয় চক্ষুখানা,
কোন কাজে লাগলো না,
হইল না দেখা শেখা চেনাজানা,
না জেনে পরিচয়, কভূ কি মিতালী হয়, গোলাম আর মহাজনে বল কেমনে ॥
কেমনে হবে পার,
একা তুমি অচিন দেশে যখন শুধূ অন্ধকার,
সংগী আর সম্বল হীন,
মাথা ভারি কত দায়দেনা ঋন,
ঠায় ঠিকানা বিহীন,  সেই মহা কঠিন আপদ আর নিদানে তার করুনা বিনে ॥
ভিনদেশে এক যাযাবর,
দুদিনের এক বানিজ্য বসতি সফর,
লাভক্ষতির বেঁচাকেনা যারা যারা আছে পানা লেনাদেনা সমাপন কর, আলোভরা দিনে ॥