অ ভাই তুমি যাও কোথায়, বারেক ফিরে চাও একটু বলে যাও ॥
ঐ হাত দুখানা কেন খালি দেখি ভাই,
তোমার সংগে কেন সংগী কিবা কোন তল্পিতল্পা নাই,
এই বাড়ী গাড়ীতে আর নাহি কোন মালিকানা অধিকার কিবা ঠাই,
তবেকি তাই রাগ করে রয়েছ ঘূমাই, বন্ধ আঁখি তবু নাক ডাকেনা যদিও অচেতন অসার ঘূমাও ॥
ছিল অনেক ধন ভাবছি তাই,
চলন বলন আর নয়ন জুড়ে তার ছিল কতনা বড়াই,
নিমেষে যার সব হলো নিলাম,
এখন যোগ বিয়োগে দেখা যাবে কার কত দাম,
ওরে কানা তব সব মিথ্যে মালিকানা নিমেষে হলো শূন্যেতে উধাও ॥
এ কোন সফরে,
শুয়ে খাটিয়ার উপরে,
পা হতে মাথা ঢেকে একভাজ সাদা কাপড়ে,
সব ছাড়ি, যাচ্ছ তুমি নতূন বাড়ী, যেন এক হাওয়াই পালকিতে চড়ে,
কেন বলিতে চলিতে বাধে, পড়শী স্বজনের কাঁধে, আজিকে তুমি হয়েছ চড়াও ॥
কোনদিকে চলছে কাফেলা ছুটে,
কেজানে ওপারে গেলে কি তোমার ভাগ্যে জুটে,
সব ফেলে সবারে ভূলে মায়ার বাঁধন ছিড়ে সকল বাঁধা টুটে,
অচিন ঠিকানায় পাখী উড়ে যায়, যাচ্ছ সবকিছু আর সবারে ছাড়ি,
অদেখায় অজানায়, কেমনে ঐ অচেনা পথের সাত সাগর দিবে পারি,
আছে নাকি ইজারাদার কিবা কারো সনে চেনাজানা, পারের মাঝি ঘাটে তোমার নাও ॥
অনেক অনেক দূর,
পথে অনেকদিন, ঐ সে অচিন শান্তিপুর,
মধ্যখানে গুনার টানে অসীম নিদানে ভরপুর,
আযাব আর অশান্তির ভির এক ভয়ংকর অগ্নিগিরির আস্তাকুড়,
দেওয়া পাহাড় প্রাচীর ঘের, যেথা শেষ অসীম দিগন্তের, অচিন দেশের অচিন সে গাঁও ॥
শুনেছি আগেও তুমি ছিলে কানা,
এমনি আছে, কেজানে কত ঘটনা,
মাননি মানা ও তার নিষেধের সীমানা,
একি, এখনও দেখি বন্ধ তোমার চক্ষু দুখানা,
নাইরে জানাচেনা তার ঠিকানা, সেইতো ভাবনা, যদিরে শেষে তারে আর খুঁজে নাহি পাও ॥
তুমিযে ভীষন মত্ত বিভোর,
মূখোশধারী এক বিবেকের চোর,
কাটেনারে তোর চক্ষু ও মনের নেশার ঘোর,
কোন সে প্রাচীরের ঘের, বন্ধ ঘরের সব জানালা দ্বোর,
অন্তরের ঘরে আহা চুপিসারে কে বিচড়ে,
কি সে চায়, কিবা তার কাছে দায়, একবারও তা খবর নিয়ে দেখলিনারে,  
মোহ আর নেশা তোমারে বলো কি দিয়েছে,
রয়েছ পড়ে ডুবে ভূলে, আসলে তা মিছে, ছুটছ যার পিছে,
অকারনে দুদিনের এ জীবনে দেহমনে কেন কলংকের এত কালিমা ভরাও ॥
তুমি ওরে,
বলো কেন কেমন করে,
শূন্য ঝোলাটা তব পূন্যতে না ভরে,
চলেছ, আসেনা ফিরে হতে কেউ যেই সফরে,
ঘাটে ঘাটে তারাইতো হারে,
যদিও দুনিয়াতে যায় জিতে সব পারে,
কেন তবে নিজেরে বারেবারে, মিথ্যা মন্দ আর মোহ ও হাজার ভূলের জালেতে জড়াও ॥
অ ভাই জিন্দা পথিক,
যা বল বা কর তার কি সবই সঠিক,
দলে দলে, মিশে কোন কাফেলায় চলে, মাথায় কি শুধু দৌড়ে জেতারই হিড়িক,
আবু হকে বলে,
কোন ভূল গলদ রয়েছে তার মূলে,
ভেবে দেখো সঠিক কিনা, তোমার চলার পথের ঠিকানা ও তার দিক,
একটু বসে, অংক কষে, শুধরে নাও, যদিরে একটুখানি সময় পাও, আর মরার পরে বাঁচতে চাও, তাহলে আসল ঐ হিসাবটাও ॥