ছেলে নাই বলে,
লেখা ছিল মোর তাই কপালে,
তুমিতো ঘরজামাই, আর আমার সেই ছেলে নও ॥
অযথা অকারনে,
মনেহয় তুমি আপন মনে,
সারাক্ষণ দেখি যেন হায় অজানা কোন ভাবনায় ভীত হয়ে রও ॥
তবে কি তোমাকে তাড়ায়,
না জানি হায় কখন কে আবার কি চায়,
তাই যদি হয়, তাহলে আমার নাজানি কি হবে উপায়,
কই পাবো এত টাকা, মাথার উপড়ে আচমকা এসে পড়ে কোন দায়,
শেষে তা জেনে ফেলে, নিন্দার ছলে, কেজানে কি বলে তব ভাইবোন বাবা মায়,
ভাবছ বুঝি লয়ে পেনসন হয়েছে এখন, এই দুজন, নেই উর্পাজন, তাই এখন কিছুটা অসহায়,
না,  সে তোমার ভূল ধারনা, আমার কাছে সংসার চালাবার সম্বল আছে, কোন অভিযোগ অপবাদ দেবনা তোমায়,
আপন হাতে তোমার নিজের মাথে, হেন কোন দায় আপনি তুমি না যদি তুলে লও ॥
দারুন মধুর শুরে,
থেকে অনেক দূড়ে দূড়ে,
এ সমাজে কত পেটের ছেলে, থাকে পিছন ফিরে মোখ ঘূরে,
প্রয়োজন নেই ভাবনার,
ভাবো নিয়ে তোমার, বউ ছেলেমেয়ে নিজ সংসার,
স্বাবলম্বি হলে, তোমার আয় উপার্জন ও সঞ্চয় হবে সকলই তোমার,  
কথা মিথ্যে নয়, সেতো অভিনয়, যদিও তুমি চরন চূমি মোরে আব্বা আব্বা কও ॥
আজীবন আমরন,
অন্ন বস্ত্র চিকিৎসা দিয়ে মিটিয়ে সব প্রয়োজন,
করিতে হবে ওরে বুড়োবুড়ি এই দুজনারে লালন পালন,
হয়েছে মোদের সব স্বপ্ন আশার মরন, হয়েছে কি হয় নাই তা পূরণ,
ওহে জামাতা বলো তুমি কি করেছ, কি দায় তোমার ছিল কবে, কিইবা তবে এখন,  
সেতো আমার জানা, এক গাছের ছাল অন্য গাছে কভূ লাগেনা, আর ছোট হয়ে যায় সবার মন হলে বেশী ধন,
বলো সত্য কিনা আমার এ কথা,
এ বচনে, তুমি পেয়েছ কি বাবা মনে ব্যাথা,
বলো মোরে, তুমি যদিরে তুমি সুবোধ সুজন বিচক্ষন ও সত্যবাদী ছেলে হও ॥
একটু আশাতো আছেই, মন পাবে মন সামান্য সুখের ঠাই,
কোথা পাবো সে ভালবাসা আদর যতন, যেথা রবেনা যাতনা পীড়ন, অপবাদ অভিযোগ নাই,
সে কি মোর অনেক বেশী চাওয়া,
বার মজা খেয়ে হেসে খেলে শুয়ে বসে দিন যাওয়া,
কে সে জন নাড়ীর বাঁধন নহে,
রক্তের না হলে তবু কেউ কি এতটা সহে,  
জেনে বুঝে শোনে, আবু হকে তাই একথা কহে,
আর এতটা ভার বহিতে পারেনা তবু মেনে লয় নিরবে বহে,
নাহলে বুকের মানিক নাড় কাটা ধন, কেউ কি আজীবন সুখে দুঃখে পাশে রহে,
দোষ নেই কোন ক্ষতি, তুমি ঐ সবটুকু কিবা তার সামান্যও যদি না সও ॥
দেখেছি কত পেটের ছেলে,
আজীবন বাবা মারে ছেড়ে একাকি ফেলে,
তারাই সব সোহাগী বউ আদরের মেয়েছেলে,
অনেক দূড়ে প্রয়োজনে কিবা ইচ্ছা করেই যায় চলে,
ভূলে যায় ঋন, অকারন চুপচাপ বহুদিন, এভাবে থাকে ভূলে,
কেউ করেনা সোহাগ আদর যতন, শুকনো ঝড়া ফুল কভূ নেয়না হাতে তুলে,  
কি দিলো আজীবন, তারা কি পাওনা এখন, কেউ দেখেনা কভূ সে হিসাবটা কষে খাতা খুলে,
মানূষ হয়েছ বলে, নহে অভিনয় মিথ্যার ছলে, তুমি যদি মনে কর তবে কও ॥
কি দোষ ঐ ছেলেটার যেজন এমন,
সবতো আধূনিক বিদ্যার, নাই যার সে গুন খুলে দেয় তৃতীয় নয়ন,
গলদ তো এ যূগের শিক্ষার মূলে ঞ্জার্নাজন নহে সকলে চাহে শুধু বেশী সম্পদ ধন করিতে আহরন উর্পাজন,
হও মানূষ, হও সচেতন হে মানব সন্তান,
এ অপবাদ সভ্যতার ফাঁদ সূখ শান্তির কাঁটা সাফল্যের পিছুটান,
বিবেকের ঘরে চুপিসারে কর চুরি, কেমনে কর তবে বাহাদুরি, পেতে চাও আবার শ্রেষ্ঠ হবার সম্মান,
বলোনা তবে ওরে,
তোমরা সবে কেমন করে,
তবে কি শিক্ষা ও সভ্যতার গায়ের জোড়ে, মানবতার এ অবক্ষয় অবসাদ আর অপবাদ পিঠে করে বও ॥