ছোট্ট এ জীবন, সেতো অল্প একটু সময় ॥
বুঝিবা তাই,
মহাব্যাস্ত যেন দেখি সবাই,
ভাল কথায়, আসল কাজে কারো সময় নাই,
চলতে পথে এই ভ্রমনে, এমন কত মানূষের সনে, হয়েছে দেখা পরিচয় ॥
শুধু একখানা দম,
যদি কভূ টান পড়ে কম,
বিধাতার দেওয়া নেয়ামত দান,
দারুন জিনিস তবে দেখা যায়না, তবু সে অতী মূল্যবান,
তারে কভূ ধরে রাখার মতও নয়, দমে দমে হচ্ছে নিয়ত ক্ষয় ॥
কমছে, যেটুকু ছিলযে তোমার,
প্রতি ন্বিঃশ^াসে প্রতি ক্ষনে প্রতিদিন বারবার,
সময় যেতে চায় ভাগি, সেতো কারো লাগি, থেমে বসে থাকার নয় ॥
চলে বা ক্ষয় হয়ে ফুরিয়ে যাওয়া,
যে সময়, তা আর যায়না কভূ ফিরে পাওয়া,
অবহেলে পার হয়ে গেলে সে সময়,
বদলে আগামী দিনে তা হয়যে এক কঠিন অসময়,
তিক্ত স্মৃতির ভিড়, অতীতের দিনগুলির পূরনো সে কত কথা কয় ॥
কেউ কারেও দেয়না কোনদিন,
দিবেনা দেওয়া যায়না একটু সময় ধার কিবা ঋন,
বুঝেনা শুধু যারা ভাগ্যাহত, সেতো দেবার মত কোন জিনিসও নয় ॥
মুসাফির হয়ে যাওয়া আসা,
কিছু কাজ কিছু লাভক্ষতির ব্যাবসা,
লোভ মোহ ও সে এক মায়ার যাদুর নেশা,
রঙ মাখানো কত বিভোর স্বপ্ন আশা ও ভালবাসা,
সময়ের অবদান সবই দেনাপানা, লাভক্ষতি পূন্যগুনাহ জয় পরাজয় ॥
বাতাসের মত,
অদেখায় অজানায় অনবরত,
নদী যেমন সাগরের টানে ভাটিতে বয়, কালের গহ্বরে হয় সময়ের লয় ॥
দেখিবে কোথাও আর কিছু নাই,
কে কোথায় তোমারে ফেলে, যেন হায় চলে গেছে সবাই,
এত প্রিয়জন, আপন স্বজন কেউ কারো নয়, ফুরালে তোমার হাতে আছে আর যেটুকু সময় ॥
হবেনা পড়া, দেখা শেখা কিছুই জানা ও চেনা,
হবেনা কিছুই করা, নতূন জীবন গড়া, সম্বল কেনা,
সব হবে বিরান খাক, তলিয়ে অবধি নাক, ধার দায় দেনা,
আবু হকে বলে,
শেষে কেউ রবেনা তোমার দলে,
থাকিতে সময় তার ঠিক ব্যাবহার না হলে, কিবা হলে সময়ের সামান্য অপচয় ॥
কি কাজ বাঁকী, করা জরুরী,
অ ভাই, হাতে বেশী সময় নাই, কর তাড়াতাড়ি,
কেজানে কখন এলে সমন, নিমেষে যেতে হবে চলে, সব ফেলে সব ছাড়ি,
স্বজনেরা, কতনা আপন করা বিসর্জন, আর নিলামের ধন, লয়ে শুরু হবে কাড়াকাড়ি,
কথা মিথ্যে নয় ওরে, ভেবে দেখো তা মনের ঘরে, সত্য বচন সত্য বাণী আবু হকে যাহা কয় ॥
দুটি শূন্য হাত,
এক ঘন আঁধার রাত,
যখন যাবে ওরে ঐ সফরে,
অদেখা এক হাওয়াই গাড়ীতে চড়ে,
সকল দেওয়া নেওয়া সকল কাজের হবে ছুটি,
সংগে যাবে, দেখতে পাবে, শুধু পাপ পূণ্যের ঝোলা দুটি,
আর কিছু নয়রে ওরে, শেষ সফরে পাবে গোরে, মন্দ ভাল কর্ম্মগুলির, যত বাদশাহ ফকির সবার সংগী হয় ॥
চোখ থেকেও যারা আজও রলো কানা,
ঠিক না হলে মহাজনের দেনাপানার হিসাবখানা,
আপদ ও নিদান,
যাতনা তাড়না পেরেসান,
সবকিছু যার, হয়েছে নিলাম,
অপরাধীর তালিকায় উঠেছে যার নাম,
রাজার কাছে বলো তার, আবার কিসের দাম,
যেজন হয় ফেরারী আসামী খেলাপী ঋনদার, কত পূন্য কত কলংক বদনাম,
এখনও ওরে না যদি করে ভয়, করে সে কামাই ও সঞ্চয়, আপদ ও নিদানে যাহা ঢাল হয়ে রয় ॥  
কত বড় কাজ ভাই,
আজও করা কিবা ধরা হয় নাই,
ভয় লাগে, ভাবনাও জাগে শেষে যদি আর তা সমাপন করা না হয় ॥
থাকিতে এ দেহে দম,
ধরে হাতে খাতা আর কলম,
নিরবে বসে, হিসাব কষে, যেজন মানূষ হয়, সবকিছু তার ঠিক করে লয় ॥
এই সময় ও জীবনের মালিক,
যারে যা বাট করে দেন তাইতো সঠিক,
সে ফয়সালা রদবদলের নয়, অক্ষয় হয়ে টিকে রয়, সব বুঝে লয়, হাতে থাকিতে সময় ॥
শুনিতে কান পেতে রও,
যদিরে তুমি ঐ কাফেলার সংগী হও,
সময় গননা করিতে ও তার মূল্য দিতে হয়, মনে রেখো জেনে লও,
সুজন ও সুবচন মূল্যহীন, কালের নিস্পেষনে যদিও ধারনা হয় এমন, তবুও তার সংগী হও,
সেতো আমার কথা নয়, জানিও চীর সত্য সুনিশ্চয়, তাড়া করে তাড়না দিয়ে সময় কি কথা কয় ॥