সুখ সুখ করে,
দিবানিশি জনম ভরে,
এদিক ওদিক ছুটে মরে,
সুখ পাখীটা যেন ধরা যায়না,
চায় কেড়ে কিবা টেনে ছিড়ে আনে তবে পায়না,
ভিতরে বাহিরে কত পেরেসানি তাড়না, কত নিরব রোদন ॥  
জীবন মানে নহে শুধু ভোগ বিনোদন,
সুখ মানে কিছু ঋন, হারানো পওয়ার কিছু ক্ষন,
কিছু দেওয়া কিছু নেওয়া, প্রতিদানহীন কিছু দান ও কিছু বিসর্জন ॥
সুখ মানে হারানো পওয়ার কিছু ক্ষন,
হন্নে হয়ে সুখ সুখ করে,
এ হৃদয় ও দেহমন যেন ভূবন বিচড়ে,
ঘূরে ঘূরে সুখ পাখীটারে খুঁজে মরে, ধরতে নাহি পারে, তবু ভিতরে বাহিরে তারে করে অন্বেষন ॥  
আকূলতা ব্যাকূলতা নয়,
নিয়তিটারে করতেই হবে জয়,
চাই মন, সব পাওয়া না পাওয়া কিবা হারাবার, সুখ কষ্ট বেদনার ভার করিবে নিরবে বহন ও সহন ॥
অন্ধ সে বিশ্বাস,
মানূষ হয় তার মনের দাস,
মোহে পুষ্ট এক দুষ্ট মনের আহত আশ,
সে এক নষ্ট দূষন, সুখের লাগি কাতর হয় মন, সর্বনাশা প্রলোভন ॥
সুখের নেশা, মানূষের সেতো আকূল চাওয়া একরাশ,
কতজন হারে, যেন কিছুই করিতে নারে, করেও আলো আর ভালোর চাষ,
আছে জোয়ার ভাটা, আঁকাবাঁকা সরু পথ পিছল ফাটা, কান্না হাসি, সুখ দুঃখ নহে কারো বারমাস, সেইতো জীবন ॥
যতই প্রাণপণ ঐ চেষ্টা ও রণ,
যায়না কভূ তা বদলানো কিবা খন্ডন,
যদি চায়, বিধাতার করুনায়, তা আপনি বদলায়,  কৌশলে কিবা বলে নয়, সে তো বিধাতারই লিখন ॥
যদি ভাল না লাগে আর পাখীফুল,
তোমার জগতে আসে হেন আঁধার অকূল,
ক্রোধ ও আবেগে হয়ে যেতে পারে বড় কোন ভূল,
পথটা হয়ত হবে, যা বলে বলুক সবে, নানাহ আপদ শংকুল,
না যদি পার বিরচন, তবে ঐ বিরস বিজন ক্ষন, কর এমন কোন কবিতা পঠন যেন মিলে সান্তনা হয় কষ্টের প্রসমন  ॥
কখনও যদি এমন মনেহয়,
নিশ্চয় তুমি আর সুস্থ্যতা ও নিরাপদে নয়,
ধূসর মরুময় ও বিজন, তোমার মনের ঐ মলিন ভূবন,
ভাবিছ বুঝি তাই, আর কোন পথ নাই, কেন এমন যেজন, অনাহুত অকারন চাহিছ মরন ॥
বলো তারে কি বলে, ভালবাসা,
না পেলে ক্ষেপে যায়, কষ্ট পায়, শুধুই পাবার আশা,
আবু হকে কয়, মোটেও ভাল নয়, কোন মোহ কিবা সম্মোহন, মন আরও উদার ও প্রসারিত হওয়া প্রয়োজন ॥
সেতো ভূল ধারনা ও মিথ্যে বচন,
এ জগতে আর কোন মানূষ নেই এত ভাল তার মতন,
তুলনাহীন, যার কাছে সব আছে, অঢেল রুপ গুন সুখ বিদ্যা ও ধন,
সে কথা সঠিক নহে একচূল, না থাকিলে একজন, অঁচল বিরান হবে গোটা এ ভূবন,
ভালোতে লুকানো কত দোষ, আর মন্দতেও আছে শত গুন, জন্মগতে মানূষতো হয়ই এমন,  
গুনীজনে কয়, কথা মিথ্যে নয়, এক দুয়ার বন্ধ হলে নাকি হয়, শত দুয়ার তার লাগি অবারিত উম্মোচন ॥