মাঠের পাশে বড় রাস্তা
চলে অনেক গাড়ী,
ঐ মাঠেরই চারপাশে
গ্রামবাসীর বাড়ী।


বড় মাঠে চাষী ভাইদের
ছোট ছোট জমি,
চাষ করে বছর চলে
পড়েনাতো কমি।


হঠাৎ একদিন এলাকার লোক
দেখলো অবাক হয়ে,
মাঝমাঠে বিরাট সাইনবোর্ড
আছে দাঁড়ায়ে।


মাঝ মাঠের কিছু জমি
কিনে নেওয়ার পর,
ডেভোলাপার লিখে দিলো
সব জমি তার।


ডেভোলাপার কোম্পানী চায়
মাঠটা হবে তার,
চাষের জমির উপর হবে
আধুনিক শহর।


জানলো সবে মাঠের জমির
দাম যাবে বেড়ে,
পুরো মাঠটাই কোম্পানীকে
দিতে হবে ছেড়ে।


গ্রামবাসী জোট বাঁধলো
জমি দিবে না,
অনেক দামেও বাপ দাদার
জমি ছাড়বেনা।


জমির মালিক সবাই যখন
বিপদ দেখতে পায়,
মাতব্বর আর থানা-পুলিশ
সবার কাছে যায়।


ওরা সবাই এক থাকে
কোম্পানীর দলে,
মিষ্টি করে প্যাঁচ দিয়ে
জমি ছাড়তে বলে।


ধনী-মানি-বড় লোক
সমাজের মাথা,
গ্রাম বাসীকে ওরাও বলে
জমি ছাড়ার কথা।


ভূমি খেকোর চোখ পড়েছে
পিছিয়ে যাবে না,
তার সাথে লড়াই করে
টিকতে পারবেনা।


বাজার দরের চাইতে বেশী
দাম তোমাদের দিবে,
জেদ না করে নিয়ে নাও
অনেক ভাল হবে।


বিক্রি করা ভাল হবে
রাখতে পারবে না,
বেশী দেরী করলে কিন্তু
জমি থাকবেনা।


একরাতে ভরাট হবে
তোমরা জানবে না,
কার জমি কোথায় ছিলো
চিনতেই পারবেনা।


জোর করে নিয়ে যাবে
কিছুই পাবে না,
ওদের হাত অনেক লম্বা
নাগাল পাবেনা।


প্লট করে খুটি দিয়ে
সীমানা দিবে,
জালিয়াতির দলিল করে
মালিক বনে যাবে”।


সব ঘাট ঘুরে যখন
গ্রামবাসী বুঝে,
ওদের আপন কেউ নেই
এ-সমাজে।


ধীরে ধীরে সকলেই
সাহস হারায়,
একে একে সব জমি
”খেকোর” হয়ে যায়।


ডেভোলাপার ধূর্ত অতি
অনেক বুদ্ধি তার,
প্রথম দিকে ধরে তারে
অল্প জমি যার।


অনেক জনকে অনেক ভাবে
বাধ্য করে নেয়,
ধীরে ধীরে পুরো মাঠটা
তার দখলে যায়।


ডাক নাম "ডেভোলাপার"
"খেকো" আসল নাম,
খালি জমি চোখে পড়লেই
খাওয়া এদের কাম।


”ভূমি দস্যু”-”ভূমি খেকো”
নাম ভিন্ন হবে,
কাম তাদের একই রকম
ভূমি দেখলেই খাবে।


লোহা-লক্কড় চাল-ডাল
ওরা খায় না,
খালি জায়গা দেখলে ওদের
হুশ থাকেনা।


যে এলাকায় ঢুকবে খেকো
ওদের কপাল পোড়া,
আস্তে আস্তে সব লোককে
করে গ্রাম ছাড়া।


জালিয়াতি খুন-খারাবি
যত অপকর্ম,
অনায়াসে করে ”খেকো”
এটাই তার ধর্ম।


লোক বেশী জমি কম
ঘন বসতি,
কপাল দোষে জন্ম নিলো
”খেকো” এ-জাতি।


হাজার টাকার জমি বেচে
লক্ষ টাকা পায়,
এ-ভাবেই এ-সমাজে
মাফিয়া গজায়।


আরো বহু পুঁজিপতি
মাথা ছাড়া দিবে,
ভূমি খেকোর দল তখন
আরো ভারি হবে।


এমনিতেই এ-সমাজে
অনেক রোগ আছে,
সে রোগগুলি সারতে হবে
দাবী সবার কাছে।


নূতন রোগ ”ভূমি খেকো”
সমাজে ঢুকেছে,
ক্যান্সারও অনেক ছোট
ভূমি দস্যুর কাছে।


সুস্থ সমাজ গড়তে হবে
রোগ সারানো চাই,
”ভূমি খেকোর” হাত থেকে
রেহাই যেন পাই।


বাঁচতে হলে রুখতে হবে
শপথ নাও আজ,
চোখ বুঝলে চুপ খাকলে
বাঁচবেনা সমাজ।


বেশী দখল করলেও বেশী
খেতে পারেনা,
দুনিয়া ছেড়ে যেতেই হবে
থাকা যাবেনা।