এক যে ছিল মহান রাজা
জনগণের করতো সেবা,
সত্য ন্যায়ের নিষ্ঠা যারা
রাজা ছিলেন তাদের বাবা৷


রাজার ছিল একটি বানর
দৈনিক তাকে মারত চাবুক,
অবুঝ অধম বানর টিকে
মারছে কেন ভাবছে ভাবুক৷


আমির-ওমরা নাজির প্রজা
করছে সবাই কানাকানি,
মহান রাজার তামশা দেখে
রাজ্য জুড়ে রটছে ধ্বনি।


রাজার নয় বুঝতে বাকি
রাজ্য কেন কানাকানি,
মহান রাজা সেবক যিনি
বাদ দিলো ডাণ্ডা-পানি৷


একটু একটু সামনে আসি
চলল বানর মুক্ত মনে,
দুষ্টু বানর সাহস পেয়ে
ছুটছে এখন রাজার পানে৷


একদিন রাজা প্রজা নিয়ে
সালিশ নিয়ে আসেন বসে,
হঠাৎ বানর ছিটকে এসে
বসল গিয়ে রাজার পাশে৷


আমির প্রজা দৃশ্য দেখে
চক্ষু নিচু করলো শেষে,
মহান রাজার মানহানীতে
বুঝল এখন ভুল সে কিসে।


ডকলো রাজা বললো সবার
উপদেশটা সবার উপর,
অবুঝ বানর ডণ্ডা-বেরী
কেন খেয়েছে সকাল দুপর?


যার সম্মান দাও মান
তার চেয়ে করনা দান,
অতি ভক্তি হারবে শক্তি
লুটবে দোস্তি হবে অপমান।