শীতের সকালে আকাশ ফ্যাকাশে
যেন শুভ্র তুলোয় ভাসে,
কুয়াশার চাদরে নরম রশ্মিতে
ধরার মাটিতে, নেমে আসে।


দূর থেকে শিশির দেখায় মুক্তো
ঘাসে-ধানক্ষেত জুড়ায় নয়নে,
রোদে ঝলকে ,পাকা ধানের  শিষ
কখনো নাচছে ক্ষনে ক্ষনে।


বিস্তীর্ণ মাঠে সরিষা ফুটেছে
জড়িয়ে হলুদ চাদরের মতো,
খেজুরের রসে গন্ধে মৌ মৌ
ভাপাপুলি পিঠার আয়োজন শত।


ভোরের সকালে শীতে জবুথবু
কৃষক-শ্রমিক এই শীতে কাবু।
আগুনের উম, নেয় বসে দাদু
কম্বল মুড়ে কাঁপে খোকা বাবু ।