দেশের এই কঠিন সময়ে আসিয়া
কিছু মানুষ চাইয়া চাইয়া থাকে ঘুমাইয়া
তাদের কেউ দিতে পারে না জাগাইয়া।
গুজবে তাহারা আনন্দ পাইয়া,
উৎসবে মাতে লাফাইয়া লাফাইয়া।


কথিত সাধুরা দেখে তাহা চাইয়া চাইয়া
ঢেকুর তুলে তাহারা তুষ্ট হইয়া।
আমজনতা তাহা দেখিয়া দেখিয়া
তারপর বলিবার কিছু না পাইয়া
নিজ কপালের দুষ দিয়া যায় চলিয়া।


হতাশা লইয়া এই কথাগুলো ভাবিয়া
নিশ্চিন্তে দিন কে করিবে পাড়?
সুশীল তুমি এবার দাওনা বলিয়া
বাঙালি কি ঐক্যবদ্ধ হইবে না কোনদিন
সব ধরনের বিরুদ্ধ ও প্রতিহিংসা ভুলিয়া