ক্ষমতার দ্বন্দ্বে রাজনীতি অন্ধ
বুঝে না মানবতা
প্রাণের পূন্যতা
বুঝে না তার ছন্দ।


নীতির রাজা রাজনীতির
কপাল বড়ই মন্দ
বিশ্বজুড়েই এখন মিলে
তাঁরই পচা গন্ধ।


মুখে মানবতার কথা
দিচ্ছে যুদ্ধের বার্তা
যুদ্ধ লেগেছে তাকে কি
আগুনে ঢালছে ঘি।


চায় না কেউ হোক
ক্ষমতার সম পক্ষ
দৈত্য নীতির ছলে
শান্তি হয় লন্ডভন্ড।


অস্ত্র বানায় মানুষ মারে
ধর্ম নিয়ে দাঙ্গা করে
শ্রেষ্ট ধর্ম প্রমাণ করতে
স্রষ্টা কি তাই বলে?


শান্তি চায় মানুষ
ক্ষমতা চায় অমানুষ
হয় জেনো হুস
তাতে নেই দুষ।