আকাশের নানা রঙ দেখিতে তোমার,
দৃ'চোখ দিয়েছ তুমি যে আমার।
নদী পাখী ফুল ও সাগরের ঢেউ,
এত কিছু তুমি ছাড়া দিতে পারেনিত কেউ।
তীব্র ও শান্ত বাতাসের ধারা দেখি,
শোকরিয়া আদায় করি প্রত্যহ তোমার প্রতি।
তুমি দিলে বলে আমাদের প্রাণ,
বুঝতে পারি নামাজে তাই কোরানের শান।
তুমি শক্তি দিয়েছ বলে আমায়,
আমি দিবস রাত্রি মুখর থাকি তোমারই প্রশংসায়।
প্রতিদিন ফেরেসবতারা কোটি কোটি আবেদন নিয়ে যায় আকাশে,
লক্ষ কোটি নাকী ঝুলে থাকে।
মাতাপিতা মজলুম ও সত্য মানুষের আবেদন গুলো তুমি,
গ্রহণ করো সাদরে যা শুনেছি আমি।
দেরীতে হলেও অত্যাচারীর বিচার কর তুমি এই জমিনে,
পৃথিবীর সকল সত্য মানুষেরা তা রেখেছে মনে।
৮/৭/২০১৭