কেউ চায় ভালো রায়
কেউ চায় টাকা কাড়ি কাড়ি,
অন্ধও হাত বাড়ায়
যদি গায়ে লাগে শাড়ি।
মিথ্যের ডাক ঢোল সারাদিন বাজছে
ওম ঘুমে হারিয়ে যায়
দাড়ি যে রাখছে।
মাপে কম দেয় বেশী
পাল্লাটা বলছে
ফলে যেন ফরমালিন আসি আশি
মানুষেরা মরছে।
বড় ফাঁক চুরি ফাঁক হয় যদি মন্দা
বরফেও ঝরে ঘাম
বউ হলে বন্দা
টক লাগে মিঠা আম।
লেখা আর চায়না
ভালো কী মন্দ
হলে নাকী স্যারেরা নিজেরটা লিখতে দেয়না
তাই তারা জানেনাতো কবিতার ছন্দ।
ফুলেরা ফোটেনা সব খানে আজ
কৃত্রিম সব আছে সুবাসেও তাই
মোড় নিতে গেলে দিতে হয় ভাঁজ
এর পর যা কিছু করো শুধু পালাই পালাই।


৮/৫/২০১৭