প্রতিদিন অলক্ষে ফোটে কত শত ফুল,
স্নিগ্ধ সুবাসে ভরায় হৃদয়ের দু'কুল।
হিংসা বিদ্বেষ জানেনাতো তারা,
সুবাস কুড়িয়ে নিতে সব তাই পাগল পারা।
বুলবুল কুহ কেকা দোয়েলের শীষে,
ফুলের কলিরা ফোটে আনন্দে অবশেষে।
ঝিরি ঝিরি ভোরের বাতাসে,
মৌ মৌ করে সারা দেশ ফুলের সুবাসে।
পবিত্রতার প্রতিক জেনে প্রিয়জন প্রিয়জনকে সদায়,
উপহার দিয়ে মন করছে আদায়।
ঝিঙি বাতাবীর কদর কম হলেও,
সৌন্দর্য্যের ধারায় অবগাহিত হয় তারা এখানেও।
দিকে দিকে বন ছায়ায় আমরা আজি,
নিতে পারিনা ফুলের সুবাস আধা আধি।
বৈরী বাতাসে এখন নিয়ে গেছে তা',
আমরা অকৃজ্ঞরা মসজিদে শুয়ে দিচ্ছি গায়ে তা'।
আশায় আশ্বাসে নিয়ত ঝরে যারা,
সেই গুলোতেই মধূ বেশী,জানে মধূমক্ষিকারা।
জেগে ওঠ প্রতিবাদী মন দিকে দিকে,
সব ফুল চলে যাবে কেন আপন আবাস থেকে?
আঘাতে আঘাতে ঝরায় যারা তাদের,
তোমরা ওঠো,জাগো,এটি কী কোন নমরুদের?
ভিভ্রান্ত ক্লান্ত মানুষেরা আজ শুনি,
শুধু চায় তোমাদের পদধ্বনি।
তোমাদের লাগি তারা অপেক্ষার প্রহর গুণে,
কখন আসবে তোমরা, তোমাদের কথা ই আছে মনে।
তারাও ঝাপিয়ে পড়বে তোমাদের সাথে,
তাই পাখিরা বনে বনে মিটিং করছে এক সাথে।
বৈরী বাতাসে ঝরাতে দেবেনা আর তাদের ফোটা ফুল,
শুষে নেবে তারাই শুধু গাছের মধূভরা রেনু মুকুল।


৬/৫/২০১৭