ওগো আল্লাহ এ আকাশটা দিয়েছ বলে
কত তারার মেলা দেখি রাতে।
শুক্লপক্ষে চাঁদ দেখি সারা রাত উল্কাটিন্ড ঝরে সাথে।
আঁধারে খুঁজে পাই হারানো জিনিস
বিচ্ছুরন আলোর ফলে।। (ঐ)


নিঝুম রাতে তারই আলোতে ভাবী তোমার সৃষ্টির কত কথা,
শোকরিয়া আদায় করি পার করিনা সময় অযথা।
আনন্দে বুক ভরে যায় ভাবতে তোমায়,
আমি যে বেঁচে আছি তাতো তোমারই করুনায়।
পাখ পাথালীদের গানে তাই শুনি,
তুমি মহান তেমার চেয়ে আর কেহ নাই গুণি।
দিবস রাত্রি তাই সব তোমার রাহে চলে।। (ঐ)


শহীদী মায়ের কা্ন্নার জল ফোঁটা,
নিত্য দিন অন্যায় কারীদের জন্য হয়ে যায় কাঁটা।
স্বামী হারা স্ত্রীদের আর্তনাদ,
বাবা হারা সন্তাদের ফরিয়াদ,
শব্দরা শব্দা্য়িত হয়ে ওঠে আসমানে
তাই মেঘে মেঘে বৃষ্টির প্রবল বর্ষণে
হাজার ফুট পাহাড় ভেঙ্গে পড়ে
মানুষ সুমানুষ মেশে যায় মৃত্যুর মিছিলে।।(ঐ)


১৬/৬/২০১৭