একি ক্রন্দন হাহাকার চারিদিকে আজ,
অসভ্যের থাবায় হারাচ্ছে প্রত্যহ লাজ।
নিন্দার ঝড় ওঠে থেমে যায় বারে বারে,
আনকোরার ইশারায় সত্যরা পড়ে ঝরে ঝরে।
অসহায় মানুষেরা খুবই আজ অসহায়,
সবলের শাবলে সত্যরা মোচড়ায়
ঠাঁই নাই কোথায়ও তাঁদের শুনি তার আওয়াজ।(ঐ)


মিথ্যের বেসাতীর দারুন দাপটে,
সত্যকে গুলে ফেলেছে অকপটে।
ভিডিও নির্মান করতেও বাঁধা নেই,
সত্যের মুখোশে মিথ্যেকে সত্য বানাই।
অপরাধী হয়না অপরাধী কেউ,
নিষ্পাপ মানুষের জমিতে দিচ্ছে এনে সাগরের ঢেউ।


বিবেকের টনক নড়েনা কী যে হয় কাজ।। (ঐ)
মূক প্রায় কোটি মুখ ভয় ডরে,
সত্য কথা এলে চলে যায় দূরে।
কেউ শুনতে চায়না কারুর কথা,
পেছন থেকে কে জানি দেয় যে থাবা।
সাপ্তাহিক গাস্ট মসজিদে হয় অায়োজন,
নামাজ রোযা ছাড়া আর কিছুর নেই প্রয়োজন।
রুদ্ধ অবরুদ্ধ মনের জমিন
সত্যর কাছে হয়না সীমাহীন।
এখনই সময় জেগে ওঠার কোটি জনতা থেকে আস মুমতাজ।
একি ক্রন্দন হাহাকার চারিদিকে আজ,
অসভ্যের থাবায় প্রত্যহ হারাচ্ছে লাজ।


২/৮/২০১৭