তুমি দিলে নদী গিরী বন,
দিলে আমাদের দেহে মন।
তুমি দিলে আকাশে তারা চাঁদ,
দিলে তুমি আমাদের দেহে কাঁদ।
তুমি দিলে প্রান্তর শস্য ফলাতে,
তোমায় ডাকতে দিলে স্বর আমাদের গলাতে।
তুমি দিলে সাগর জল রাশি মাছে ভরা,
দিলে আনন্দ বিষাদে চোখে জল ঝরা।
তুমি দিলে সমীরন আনি,
নিঃশ্বাসে প্রশ্বাসে তোমাকে টানি।
তুমি দিলে সূর্য আকাশে,
আল্লাহুআকবার তাই আমাদের ঠোঁটে প্রকাশে।
তুমি দিলে মেঘমালা,
করে দিলে হৃদয় আমাদের শান্ত উজ্বালা।
তুমি দিলে ভোর,
ভালোবাসার ডোর।
তুমি দিলে সাঁজ,
আমাতের দেহে সুভাঁজ।
তাই শোকরিয়া আদায় করি নিয়ত,
তোমারই প্রশংসা গাহে এ মন প্রত্যহ।।
২৬/২/২০১৭