গোলাপ বেলী চামেলী বকুল,
এরা সব আমাদের দেশেরই ফুল।
এদের স্নিগ্ধ সুবাসে ভরে যায় বুক,
বিষন্নতায় এনে দেয় হৃদয়ে সুখ,
গাছে গাছে ফোটে নানান মুকুল।।


নদীর ঐ কুলুকুলু শব্দে ভেসে আসে,
আল্লাহ মহান আর সব কিছু শেষে।
জোয়ার ভাটায় গড়ায় জীবন,
আমাদের আমৃত্যু আজীবন,
তাই অবনত প্রার্থনায়
শোকরিয়া আদায় করতে
মন হয় ব্যাকুল।।


প্রতিবাদী মন সিংহের গর্জনে,
ওঠে আসে কর আপন অর্জনে।
ধারাভাষ্যে উচ্চারন শুনি,
আমি আমরা তোমারে গুণি,
স্নিগ্ধতায় মন হয় আকুল।
গোলাপ বেলী চামেলী বকুল,
এরা সব আমাদের দেশেরই ফুল,
এদের স্নিগ্ধ সুবাসে ভরে যায় বুক,
বিষন্নতায় এনে দেয় হৃদয়ে সুখ,
গাছে গাছে ফোটে নানান মুকুল।।
২১/৩/২০১৭