গর্জে ওঠো সাহসী বীর
তোমার বাহুতে এখনো নিঃশেষ হয়নি শক্তি।
তোমার সততা তোমার প্রভূই জানে বেশ,
তুমি চুপটি মেরে থেকোনা,
রাতভর শুধু মুনাজাত ওঠালেই চলবেনা,
তোমাকে এগিয়ে আসতে হবে
সরাতে হবে আবাস স্হানে থাকা
যত সব জন্জাল,আস্তাকুড় ও বিশ্রি আবর্জনা।
পথ পরিস্কার করতেই হবে,তোমাকে শুতে হবে।
তোমার আওলাদকে তোমার থাকার জায়গা
করে দিতে হবে।
এসো সেই রাহে যাঁর কাছে, যাঁর কথায়
তোমাকে তাঁর পথে চলতেই হবে।
কত দেখবে আর ঘনজুলমাত!
তোমাকে সূর্য্য ওঠাবার সুপ্রয়াসী হতেই হবে।
বেদনার চিৎকার করে লাভ নাই আর,
তোমার ঠোঁট হোক সিংহের গর্জন।
তুমি ওঠে এলেই যত সব
জন্তুুরা ভয়ে লেজ গুটিয়ে চলে যাবে
দূর্ভেদ্য অরন্যে। সুতরাং তোমার
চোখের অগ্নি এখন বড্ড প্রয়োজন,
তোমার দাঁত কিড়মিড়িয়ে প্রকাশিত হোক
যা বড্ড প্রয়োজন এখন এখন।
এখনই সময়
না হয় শুধু কান্নাই বইবে তুমি
তোমার আওলাদ সকলই।।
৩/৪/২০১৭