ওগো সুবীর আমার টর্নেডো,
তুমি এসো বীর টর্নেডো এখন এখনই,
অত্যাচারীর সমস্ত রাজ্য ধূলোয় মিশিয়ে দিতে।
গজাতে দিতে হবে কিশলয়
যার সম্ভারে মেতে ওঠবে
প্রতিটা বৃক্ষ থেকে আল্লাহু আকবার ধ্বনি।
এখন দেখি প্রতিটা মনময় মনের জমিনে
নাশকতার রাসায়নিক অস্র,
বন বনানীর বৃক্ষে ফলেরা প্রত্যহ ঝরে
হিংস্র ছোবলে।তসনস করছে রাহী মুসাফিরদের।
নস্টামির অক্টোপাসের থাবায়
প্রতহ্য গ্রাস হচ্ছে অজস্র আত্না,
বিধ্বংস করছে স্নেহ মমতা মায়ের আদর,
বোনের ভালোবাসা রাত্রি দিন নির্ঘুম টর্চার সেলে।
তোমার ন্যায় তান্ডবে তা ভেঙ্গে চুরমার করে দাও
সব কুমনের ফসল,তাদের আস্তানাময় হৃদয়
জমিনের সিংহাসন।
এখানে ফুটুক খোলাফায়ে রাশেদার ফুল,
ছড়াক সুস্নিগ্ধতার আবহ
বেঁচে ওঠুক রাব্বুল আলামিনের ডাক,
প্রত্যাশিত কোরানিক আইন প্রতিষ্ঠার সুমানুষ।
দিকে দিকে কালো মন মুকুরের আত্নারা
সুবাক্যালাপে মেতে ওঠুক, যা পেয়ে তারা
বেড়ে ওঠবে সিংহ পুরুষ ও সুমানুষ হয়ে।
আমার এখন তাই প্রয়োজন হে সুবীর টর্নেডো।
তোমার অপেক্ষায় ছয়ত্রিশ কোটি চোখ
দীঘল রজনী কী দিবস কী প্রভাতের প্রহর গুণছে।
তুমি এসো হে সুবীর টর্নেডো জোয়ান,
তুমি এসো, তোমাকেই প্রয়োজন।
ধরতে হবে তলোয়ার আমর বিন জামেওর মত
সিংহের গর্জনে আহত করতে হবে
নাস্তিক মনের মুকুরময়ী হৃদয়।
আর প্রতিষ্ঠা করতে হবে জীবন ও জীবনের
সর্বক্ষেত্রে তোমারই মালিকের সুবাক্য
আর তিনি তোমাকে, তোমার জীবনের ভার
নিবেন নিচ্ছেন আমৃত্য মৃত্যুপরবর্তী
জীবন সংসারের সকল কিছুর।
৬/৪/২০১৭