আমার দু' হাত প্রার্থনায় রত থাক তোমারই কাছে
আমৃত্যু -আজীবন,
আমার সকল চাওয়াইতো শুধুই তোমার কাছে
প্রশংসায় মুখরময় তুমি যে আমার স্বত্বায়।
তুমি আমার দু'চোখ দিয়েছ বলে
পৃথিবীর প্রকৃতির সৌন্দর্য্য দেখার সুফাঁক পেয়েছি আমি,
তোমাকে কতবার বহুবার ধন্যবাদ জানালেও শেষ হয়না,
কেননা এই আমার শারীরিক জমিন পৃথিবীর মালিক তুমি।
তোমার প্রত্যহ করুণায় আমি প্রত্যহ মরি বাঁচি
তুমি জাগাও আমায় তোমার মমতায়
সুশোকরিয়া আদায় শেষ হয়না হবেনা কখনো আমার।
আমার দু'কর্ন দিয়েছ বলে তুমি
অশ্লীলতায় পূর্ণ শব্দদের শব্দ ভালোলাগেনা আমার
আমি তাই তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,
হে আমার রব তুমি যা দিয়েছ আমাকে তা শত কোটি মানুষকে দাওনি,
আমি তোমারই কাছে ঋণি, তোমারই কাছে কৃতজ্ঞ আবারও।
আমার জিহ্বা দিয়ে তুমি আমাকে স্বাদ-সুস্বাদ নেয়ার
ক্ষমতা দিয়েছ হে আমার মালিক, তুমি
আমার হৃদ-বাগিচায় ফোটা ফুল রাব্বুল আলামিন।
আমাকে বুঝার ও পড়ার শক্তি দিয়েছ বলে
আমি কিম্ভুতকিমাকার ও সৌন্দর্য্যতার মধ্যে
তফাত খুঁজে পাই।
তাই আমি মহানন্দিত আমার মালিক তোমার কাছে
যে তুমি প্রত্যহ ফেরায়ে রাখো আমাকে
তোমার অপছন্দ পথ থেকে
তোমাকে আমার ধন্যবাদ, আমার সব ভালোবাসা
তোমারই প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে প্রতিদিন রাত্রি।


৯/৪/২০১৭