শুনরে নর পিচাস! শুনরে বেয়াদব
তোর দম্ভোক্তি কত কাল থাকবেরে? তোর
শরীরের দিকে তাকিয়ে দেখনারে
পুরো দেহ তোর ন্যূজ হয়ে গেছে। চেহারায়
লাবন্য হারিয়ে গেছে। এখন আর তোর কাছে
লালসার যৌবনা ভীড়েনা কেননা তোর
জীবন নৌকোর পাঠাতন ভঙ্গুর।
তাই যাত্রীরা বিনা পয়সায়ও
এখন আর তোর নৌকোয় ওঠতে
রাজী নয়।চেয়ে দেখ তোর
গাল চোয়াল প্রায়শ থুরথুরে হয়ে গেছে
অথচ তুই গাল মন্দ করিস সষ্টিকর্তার
মহাজীবদেরকে।তোর এত শক্তির উৎস কোথায়?তাকী তুই জানিস না বাটপার!
চেয়ে দেখ তোর বত্রিশটি দাঁত পড়ে গেছে
জ্বিব্হায় এখন আর স্বাদ গ্রহণ করতে তুই পারিস না
কেননা তুই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিসনি।
তাই তুই কোনটি সুস্বাদু আর কোনটি স্বাদহীন
বলতে পারিসনা। তোর নোংরামীর সীমা ছেড়ে
গেছে বলে রাথলাম।সুতরাং তুই ঠিক হয়ে যা নতুবা
সময়ের শকটে তোকে লান্চিত হতে হবে
বার বার বহুবার। মনে রাখিস তোকেও মৃত্যুর স্বাদ
গ্রহণ করতেই হবে যেমনটি লেলিন, আঁন্দ্রেজিদ, মাওসেতুং ও কার্লমার্কস পেয়েছে।
এখনো সময় আছে ফেরে আয় সত্যময়
আলোর জগতে যেখানে তোকে অবগাহিত করে
সত্য সুন্দরের কবজ পরিয়ে দিয়ে
সুমানুষ করার প্রত্যয়ে অপেক্ষেয়মান সময়ের সময়।


২৫/৬/২০১৭ ২:৩০