আমি নদীর কুলু কুলু শব্দে শুনি তোমারই নাম,
পাহাড়ের ঝরনা ধারায়
বিন্দু বিন্দু জলের ধারায়
বনানীর শান্ত ছায়ায়
কিশলয়ে মন ভরায়
কাকলীর গানে আনে সেই আনজাম।


মিটি মিটি জ্বলে থাকা আকাশের তারারা
গাহে শুনি তোমারই গান তাহারা,
আকাশের চাঁদ দেয় পৃথিবী পাহারা
দিতে পিরে এত আলো কাহারা,
তাই প্রশংসা করে তাহারা তোমারই
সৃষ্টির তাতে হয়নাকো বদনাম।


ভ্রমরের উড়ো উড়ুতে আমি শুনেছি তোমার কথা,
ফুলের রেণু বিকশি কইছে তাহা,
ছেলে হারা অশ্রু সিক্ত মায়ের দু'হাত,
তোমারই নাম ধরে করছে ফরিয়াদ।
সব শব্দ গুলো তোমাকেই ডাকে,
তুমি ছাড়া বলার আছে কাকে?
তাই কেউ মৃত্যুর আগে বলে আহা কী হারালাম।।


৬/২/২০১৭