মনে উদ্বেগ নিয়ে,
বিনামূল্যে প্রাপ্ত লাল উজানী আলো দিয়ে,
আমার কার্যালয় সাজাবো বলে;
ঘোড়ার মুখের লাগাম টেনে ছোটাচ্ছি আমার সাদা ঘোড়া।
সঙ্গীতের মিশ্র রাগবিশেষ বর্নালীর ষষ্ঠরংসহ
গর্ভধারীনির কান ঝালাপালা করা সুর
ভেসে চলেছে সর্বদা।
দাঁড়ি কমা বিচার না করে একটানা ভেসে আসা
ক্ষুধিত ব্যাঘ্রের হুঙ্কারের ন্যায়
আজ কার হুঙ্কারে ঘটে গর্ভপাত।
..........................
বিণীত-আবু মোবারাক মহম্মদ ইবরাহিম
***আপনাদের পরামর্শে প্রত্যাশায় রইলাম***
২০/০৩/২০১৩
অসাধারণ লেগেছে...
প্রতিবাদী কবিতা
মন কাড়ে যা।
এক কথায় সুন্দর।
সুন্দর কিবতা। ধন্যবাদ
পড়লাম তোমার কবিতা, আবু মোবারাক মহম্মদ ইবরাহিম।
banan koyekta vul ...dekhe thik korle valo hoy...khub valo laglo..
খুব সুন্দর একটা ভাবনায় সাজিয়েছ কবিতা খানি । বেশ ভালো লাগল ।
নিমন্ত্রণ রইল বন্ধু, যদি পারো আমার পাতায় একবার এসো ।
ভালো থেকো ।
¥তোমার প্রিয়¥
~নীল~
দাঁড়ি কমা বিচার না করে একটানা ভেসে আসা
খুধিত ব্যাঘ্রের হুঙ্কারের ন্যায়
আজ কার হুঙ্কারে ঘটে গর্ভপাত।
চমৎকার উচ্চারন, দারুন লাগলো ভাইজান।
সকলকে ধন্যবাদ।।