তুমি আজ সন্তান প্রসবা,
তবু মিশ্র প্রতিক্রিয়া।
নরপিশাচ আর  হায়েনা,
বীর প্রসবা হও, তা চায় না।
তারা চায়,  না থাক হাত মুখ পা!
হায়! তুমি যে উর্বর গর্ভা,
তাই আজি পাশবিক সত্তা,
দেখাচ্ছে বেশ বর্বরতা।
তুমি যে প্রীতিলতার মা!
তোমার শব্দে চলে যাক না,
কুৎসিত ঘষেটি ধাত্রী মা।
ঐসব পিশাচরা থাকে না,
থাকতে যে ওরা পারেনা!
প্রথম কান্নায়,  ভাগবেই হায়না।
আজি প্রয়োজন, এমন মা;
যে শুনাবে "ওয়া " কান্না!