ছন্দে ছন্দে রসে রসে,
শৈল্পিক ছোঁয়ায় ভাব প্রকাশে;
কাব্যের প্রয়াস, আদি হতে
মহাকালের অসীম গর্ভে।।
কোবিদ ও কবি দুজনে
পন্ডিত প্রাজ্ঞ অতিমানে।
কবি আঁকেন কল্পনাতে,
চিত্রখানি আল্পনাতে।
পাঠক মজে লোভানন্দে,
কাব্য রসের অতুল গন্ধে।
কাব্য রসিক ছদ্মবেশে,
ঘুরে বেড়ান কবির দেশে।।