দূর থেকে কাছে,
কেন হারালে?
তোমাকে ভাবি,
ভালো ও বাসি।
এমনিতে যাক দিন
ও সাঁঝ - রজনী।।
তুমি ও ভালো
ছড়ালে আলো,
দু:খ হারাল
প্রভাত ও এলো।
সামান্য কথা
কিংবা চাহনি,
এখনো ভাবি,
কেন আগাও নি।
তোমার সামান্য
কথাও  যেন,
তা অসামান্য।
তোমার হাক ডাকে,
শত ব্যাকুলতা
নিরবে জাগে।
তোমার কলবেও
যেন তা বীণার
ন্যায় কিছুক্ষণ বাজে।।
তোমায় খুঁজতে,
শত সহস্র
মাঠ ঘাট- সীমানা,
নিত্য হেটেছি,
কেবলি তুমি
কভু জানলেনা।।
আমি ও তোমার
আরো এক সাথী,
নামটি যার রবি।
সদা খুঁজেছি,
শুকায়ে শত
নয়নেরি বারী।
পেয়েছি, অনেক
সাধনার পরে।
শত আকুলতা
তাই দিলাম তোরে।।
বেসেছিলি ভালো,
ছিলাম তো ছোট!
বুঝিনি তা কত?
তুমি বাড়লেনা,
দিলেনা ধরা।
যে প্রেম সত্য, তা
কি রবে অধরা?
তুমিও পথহারা,
ভালবাস সদা।
তোমারি আকাশ
হোক, মায়াভরা।।।