করেছো তাই, যা হয়েছে ইচ্ছা।
পরোয়া করনি, ন্যায় অন্যায় বা
কারো স্নেহ, মায়া- প্রীতি ইচ্ছা।
দেখালে, দানবেরি উপমা।
ন্যায়- মুক্তচিন্তা আর স্বাধীনতা,
সব হারিয়ে থাকলো অধীনতা।
জিজ্ঞেস কর। ভালো খারাপ কোন টা?
তোমারি ভয়ে, সবাই আজ বন্ধা।
ভাব স্বচ্ছ, দেখাও শক্তিমত্তা।
শুনো তাই, পছন্দ কর যেটা।
নিজের অজান্তেই, তুমি যে সস্তা,
জ্ঞানহীন আস্ত এক বাড়ন্ত গাধা!
দেখাও, মায়া- প্রীতি, স্নেহ  নিষ্ঠা।
আছে কার হিম্মত? বলবে সহসা,
তুমি যে হৃদয়হীনা এক ভ্রষ্টা।
ভাব,তোমার শত্রু কয়েকজনা।
কেউ নয় শত্রু তোমার, তুমি হীনা।
সকলি বন্ধু, কেন বুঝনা।
এই! ফিরে এসো, দূরে যেয়োনা।
ঠাই পেয়েছে নরক কীট হিন্দা মা,
ভয় পেয়োনা, সেতো আকাশমনা।।