ছেলে আমার বায়না ধরে,
সকাল বিকাল হাঁটতে।
বাবা আমি ভীষণ  বিজি,
নাইকো সময় হাঁটতে।
বঁধুয়া আমায় তাগিদ দেয়,
তাদের নিয়ে হাঁটতে।
শুধাই আমি তাদের তরে,
কেমনে যাবে হাঁটতে?
চিন্তা আমায় ভালোবাসে,
নাহি পারি ছাড়তে।
বধু কহে হেসে,
" লাভ কী হবে ওইসব ভেবে। "
ঐ দেখ, চাঁদ হাসে।।