তোমায় ভালোবেসে গিয়েছিলাম
ভোর সকালে
জানতাম, প্রথম ভিক্ষুক তুমি
ফিরিয়ে দাও না।
আমি টাকা-পয়সা চাইনি
অনুনয়ে চেয়েছি কেবল
তোমার হৃদয়।
তুমি আমায় হতাশ করলে
ভাঙলে আপন রীতি।
উপেক্ষা ভানে নির্দয়ভাবে
তুমি তাড়িয়ে দিলে,
যেভাবে বিরক্ত স্বরে তাড়িয়ে দাও
কান্নারত ভাইটিকে।